Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট পুরস্কার অর্থ কত? বিজয়ী দল পাবে কত টাকা? চমকে দেওয়ার মতো অঙ্ক
Champions Trophy Prize Money: চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ কোটি ৫০ লক্ষ টাকা। রানার আপ দল পাবে ভারতীয় মুদ্রায় প্রায় ৯ কোটি ৭১ লক্ষ টাকা।

দুবাই: আট বছর পর ফিরতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। ২০১৭ সালের পর ফের বসছে আইসিসি-র এই মেগা ইভেন্ট। যা এক সময় মিনি বিশ্বকাপ নামে পরিচিত ছিল। আট দল নামছে ট্রফি জয়ের প্রতিযোগিতায়।
চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কার মূল্য কত? চ্যাম্পিয়ন দলই বা কত টাকা পাবে?
চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ কোটি ৫০ লক্ষ টাকা। রানার আপ হবে যে দল, তারা পাবে ১.১২ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯ কোটি ৭১ লক্ষ টাকা। সেমিফাইনালে উঠে হেরে যাবে যে দুই দল, তারা প্রত্যেকে পাবে ৪ কোটি ৮৬ লক্ষ টাকা করে। ২০১৭ সালের তুলনায় এবার মোট পুরস্কার অর্থ বেড়েছে ৫৩ শতাংশ। সব মিলিয়ে পুরস্কার অর্থ ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যেক জয়ের সঙ্গে সঙ্গেই আর্থিক লাভের মুখ দেখবে দলগুলি। গ্রুপ পর্বে প্রত্যেক জয়ের সঙ্গে সঙ্গেই বিজয়ী দল পেয়ে যাবে ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ লক্ষ টাকা করে পুরস্কার অর্থ। আট দলের টুর্নামেন্টে যে দুই দল সপ্তম ও অষ্টম স্থান পাবে, তারা পুরস্কার অর্থ হিসাবে পাবে আনুমানিক ১ কোটি ২২ লক্ষ টাকা করে। যে দুই দল পঞ্চম ও ষষ্ঠ স্থান দখল করবে, তারা প্রত্যেকে পাবে ৩ কোটি সাড়ে তিন লক্ষ টাকা করে।
পাশাপাশি, টুর্নামেন্টে অংশ নিলেই পাওয়া যাবে প্রায় ১ কোটি ৯ লক্ষ টাকা করে অর্থ। অর্থাৎ, কোনও দল একটিও ম্যাচ না জিতে টুর্নামেন্ট থেকে বিদায় নিলে অষ্টম স্থানাধিকারী দলের টাকা পাওয়ার পাশাপাশি অংশগ্রহণের জন্য এই অর্থও পাবেন।
১৯৯৬ সালের পর থেকে এই প্রথম আইসিসি-র কোনও প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে পাকিস্তানে। আট দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে রয়েছে চারটি করে দল। প্রত্যেক গ্রুপের সেরা দুটি করে দল উঠবে সেমিফাইনালে।
প্রত্যেক চার বছর অন্তর আয়োজিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। যে টুর্নামেন্টে অংশ নেবে ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের সেরা আট দল। ২০২৭ সাল থেকে টি-২০ ফর্ম্যাটে মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফিও শুরু হবে।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, 'আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নতুন সাজে ফিরছে।'
আরও পড়ুন: উৎসাহ দিয়েছেন সৌরভও, বাংলার প্রথম মহিলা হিসাবে দুর্দান্ত নজির গড়তে চলেছেন বিউটি




















