ICC Champions Trophy 2025: আয়োজক পাকিস্তান হলেও, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘরোয়া দলের সুবিধা পাচ্ছে ভারত! সরব প্রাক্তনীরা
Indian Cricket Team: ভারতীয় দল নিজেদের গ্রুপ পর্বের সব ম্যাচ তো বটেই এমনকী সেমিফাইনাল এবং ফাইনালে উঠলে সেই ম্যাচটিও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামেই খেলবে।

নয়াদিল্লি: গতকাল বাংলাদেশের বিরুদ্ধে নিউজ়িল্যান্ডের জয়ের সঙ্গে সঙ্গেই দুই দলের চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সেমিফাইনালে স্থান পাকা হয়ে যায়। একটি দল নিউজ়িল্যান্ড অপর দলটি অবশ্যই টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই বাংলাদেশ ও পাকিস্তানকে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। তবে ভারতীয় দল নাকি এই টুর্নামেন্টে বাড়তি সুবিধা পাচ্ছে। এমনই দাবি করছেন অনেকে।
এবারের আয়োজক দেশের নাম পাকিস্তান। তবে নাসির হুসেনের কথামতো গণমাধ্যমে অনেকের তরফেই নাকি দাবি করা হচ্ছে যে আয়োজক পাকিস্তান হলেও, ঘরোয়া দলের সুযোগ সুবিধা পাচ্ছে ভারতীয় দল। বিষয়টা হল পাকিস্তান টুর্নামেন্ট আয়োজন করলেও, ভারতীয় দল দুই দেশের রাজনৈতিক শীতলতা এবং নিরাপত্তাজনিত উদ্বেগ জানিয়ে ওই দেশে খেলতে যায়নি। বরং টিম ইন্ডিয়ার সকল ম্য়াচ নিরপেক্ষ দুবাইয়ের ময়দানেই খেলা হচ্ছে। এর ফলেই নাসির হুসেনদের মনে হচ্ছে রোহিত শর্মার দল বাড়তি সুবিধা পাচ্ছে।
প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ককে বলতে শোনা যায়, 'আমি সম্প্রতি একটি ট্যুইট দেখলাম যেখানে বলা হয়েছিল পাকিস্তান আয়োজক দেশ হলেও, ভারত ঘরের মাঠের সুবিধা পাচ্ছে। গোটা বিষয়টা বুঝিয়ে দেয় এই ট্যুইট। ওরা এক জায়গায়, এক হোটেলে থেকে খেলছে এবং সফরও করতে হচ্ছে না। কেমন পিচ সেটা ভালভাবেই জানে এবং সেই ভাবেই বুদ্ধিদীপ্ত দল নির্বাচন করেছে ওরা।'
নাসিরের মতোই আরেক ইংল্যান্ড প্রাক্তনী মাইকেল অ্যাথারটনও একইরকম কথা বলেন। 'ভারতীয় দল শুধু দুবাইয়ে খেলছে। সেটা নিঃসন্দেহে একটা বড় সুবিধা। এক মাঠে খেলার সুবিধাটা তো অগ্রাহ্য করা যায় না। বাকি দলগুলির অনেকেই একাধিক জায়গা বা দেশে সফর করে ম্যাচ খেলছে। তবে ভারতকে তো সেটা করতে হচ্ছে না।' দাবি তাঁর।
টিম ইন্ডিয়া যে সুবিধা পাচ্ছে, তা ভারতীয় প্রাক্তনী আকাশ চোপড়াও মেনে নিচ্ছেন। 'সত্যিটা মানতে কোনও সমস্যা কোনও লজ্জা নেই। বাকি দলগুলির সামান্য সমস্যা হচ্ছে কারণ ওরা রাওয়ালপিন্ডি, করাচি এবং লাহৌর, তিনটি মাঠে খেলছে এবং কাউকে কাউকে দুবাইয়েও খেলতে আসতে হচ্ছে। এক মাঠে খেলায় পিচটাও ভালভাবে চিনে গিয়েছে ভারত। আমরা পিচ তৈরি করতে পারি না, সেই সুবিধা নেই, তবে গোটাটায় আমরা লাভবান তো হচ্ছিই। এটা লোকানোর জায়গা নেই। নিঃসন্দেহেই ভারতীয় দল একটু বাড়তি সুবিধা পাচ্ছে।' মত তাঁর।
আরও পড়ুন: বুড়ো হয়ে যাচ্ছেন কোহলি? চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ম্যাচ শেষে এ কী বললেন বিরাট!




















