ICC WC 2023: আসন্ন বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বেছে নিলেন সহবাগ
Virender Sehwag: সহবাগের মতে ভারতীয় দল বিরাট কোহলির জন্যই আসন্ন বিশ্বকাপ জিততে মরিয়া হয়ে মাঠে নামবে।
![ICC WC 2023: আসন্ন বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বেছে নিলেন সহবাগ ICC WC 2023: Indian legend Virender Sehwag picks four semi finalists ICC WC 2023: আসন্ন বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বেছে নিলেন সহবাগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/27/5f8cce11596e55cfd0327295b15536731687885486463507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আজ, মঙ্গলবারই (২৭ জুন) আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপের (ICC WC 2023) সূচি প্রকাশ করে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। ৫ অক্টোবর গত বারের দুই বিশ্বকাপ ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই এবারের বিশ্বকাপ শুরু হতে চলেছে। ৮ অক্টোবর চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু। ঠিক তার এক সপ্তাহ পর, ১৫ অক্টোবর ভারত ও পাকিস্তানের মহাদ্বৈরথ।
বিশ্বকাপের সূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপে কে ফেভারিট, ভারতের জয়ের সম্ভাবনা ঠিক কতটা, এই নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। বিশ্বকাপের সূচি প্রকাশ অনুষ্ঠানে প্রাক্তন ভারতীয় বিশ্বজয়ী তারকা বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag) উপস্থিত ছিলেন। তিনি সেই অনুষ্ঠানেই আসন্ন বিশ্বকাপে কোন চার দল সেমিফাইনালে পৌঁছতে পারে, তা বেছে নিয়েছেন। সহবাগের বাছাই করা চার সেমিফাইনালিস্টের মধ্যে আয়োজক ভারতের পাশাপাশি রয়েছে পড়শি দেশ পাকিস্তানও। বাকি দুই সেমিফাইনালিস্ট হিসাবে গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং রেকর্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বেছেছেন সহবাগ।
সহবাগ আরও দাবি করেন ভারতীয় দল বিরাট কোহলির জন্যই আসন্ন বিশ্বকাপ জিততে আগ্রহী হবে। তিনি বলেন, 'আমরা সচিনের জন্য বিশ্বকাপ খেলেছিলাম। বিশ্বকাপ জিততে পারলে সচিন দারুণভাবে বিদায় জানাতে পারতেন। বিরাট কোহলিও বর্তমানে একই জায়গায় রয়েছে। ও সবসময় মাঠে ১০০ শতাংশেরও বেশি দেয়। সকলে ওর জন্যই বিশ্বকাপ জিততে আগ্রহী হবে। আমার মনে হয় কোহলি নিজেও এই বিশ্বকাপ জিততে মরিয়া হয়ে ঝাঁপাবেন। আমদাবাদে এক লক্ষ দর্শক ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন। বিরাট পিচগুলির চরিত্র জানেন এবং আমি নিশ্চিত ও বিশ্বকাপে প্রচুর রান করবে।'
ভারত-পাকিস্তানের দ্বৈরথ নিয়ে কথা বলতে গিয়ে সহবাগ জানান, 'সবার মতো আমিও ভারত-পাকিস্তান ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। ওইদিন কীভাবে সেটা আগে থেকে বলতে পারছি না, তবে যে দল বেশি ভালভাবে চাপ সামলাতে পারবে, তারাই ম্যাচ জিতবে। আমার মনে হয় ভারতীয় দল বেশি ভাল চাপ সামলাতে পারে, সে কারণেই জেতে। অপরদিকে, বিশ্বকাপে (৫০ ওভারের) ভারতকে না হারানোর একটা চাপ থাকবে পাকিস্তানের ওপর। নব্বইয়ের দশকে পাকিস্তান দল ভাল চাপ সামলাতে পারত, তবে এই শতকে ছবিটা বদলে গিয়েছে। আর যদি কোনও খেলোয়াড় বলে যে সে চাপ অনুভব করছে না, তাহলে সে ডাহা মিথ্যা কথা বলছে। আমরাও মুখে ওটাই বলতাম, কিন্তু সকলেই জানতাম দিনের শেষে ভারত-পাকিস্তান ম্যাচের অনুভূতিটা ভিন্ন।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বুদ্ধিতে মানুষের সঙ্গে পাল্লা দেবে এই পাঁচ প্রাণী, কারা রয়েছে তালিকায়?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)