![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IND vs AUS 1st Test: চোটের জন্য নাগপুর টেস্ট থেকে ছিটকে গেলেন জস হ্যাজেলউড
IND vs AUS : মিচেল স্টার্ক আঙুলের চোটে ভুগছিলেন। তাঁকেও প্রথম টেস্টে পাওয়ার আশা নেই বললেই চলে। ক্যামেরন গ্রিনও আঙুলে চোট পেয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন হ্যাজেলউডও।
![IND vs AUS 1st Test: চোটের জন্য নাগপুর টেস্ট থেকে ছিটকে গেলেন জস হ্যাজেলউড IND vs AUS 1st Test Josh Hazlewood ruled out of Nagpur Test India vs Australia Due to Injury IND vs AUS 1st Test: চোটের জন্য নাগপুর টেস্ট থেকে ছিটকে গেলেন জস হ্যাজেলউড](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/38bc1294fda838e51aa400bca85078671675585670172206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নাগপুর: ভারত সফরে মাঠে নামার আগে চাপ বাড়ল অস্ট্রেলিয়ার। দলের প্রধান পেস ব্যাটারি জস হ্যাজেলউডের চোট যার অন্যতম কারণ। নাগপুর টেস্ট থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড। বাঁ পায়ের অ্য়াকিলিসের চোট রয়েছে হ্যাজেলউডের। যা নিয়েই ভারতে এসেছিলেন। কিন্তু চোটের কোনও পরিবর্তন না হওয়ায় নাগপুর টেস্টে খেলতে নামতে পারবেন না তিনি। তাঁর বদলে হয়ত প্রথম একাদশে দেখা যেতে পারে স্কট বোল্যান্ডকে।
এর আগে মিচেল স্টার্ক আঙুলের চোটে ভুগছিলেন। তাঁকেও প্রথম টেস্টে পাওয়ার আশা নেই বললেই চলে। ক্যামেরন গ্রিনও আঙুলে চোট পেয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন হ্যাজেলউডও। উল্লেখ্য, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু প্রথম টেস্ট। আপাতত বেঙ্গালুরুতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কামিন্সের দল।
ভারতীয় স্পিনারদের সামলানোর জন্য বিশেষ প্র্যাক্টিস করছে অস্ট্রেলিয়া। যদিও অজি অধিনায়ক প্যাট কামিন্স সিরিজ শুরুর আগেই ভারতকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন। দুই দলের স্পিনারদের নিয়ে হইচই হচ্ছে। যদিও কামিন্স গতির জুজু দেখাতে শুরু করে দিয়েছেন। জানিয়েছেন, তাঁদের পেসাররা সব ধরনের পিচে আগুন ছোটাতে পারেন।
ভারতে পা রাখার পর প্যাট কামিন্স শনিবার প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন। বলেছেন, 'দু'একজন স্পিনার নিয়ে আলোচনা চলছে ঠিকই। তবে ভুলে যাবেন না, আমাদের জোরে বোলাররা সব কন্ডিশনেই ভয়ঙ্কর হতে পারে। এমনকী, সিডনির উইকেটে কার্যত পেসারদের জন্য সেরকম সাহায্যই ছিল না। সেখানেও আমাদের পেসাররা কার্যকরী ভূমিকা নিয়েছে।'
অস্ট্রেলীয় পেসার কামিন্স নিজেও ফাস্টবোলার। তিনি বলেছেন যে, তাঁর দল স্পিন বিভাগ নিয়ে উদ্বিগ্ন নয়। কারণ, টেস্ট সিরিজে অভিজ্ঞ অফস্পিনার নাথান লায়নকে সাহায্য করার জন্য তাঁদের হাতে বিকল্প রয়েছে। অস্ট্রেলিয়া দলে মিচেল সুইপসনের সঙ্গে রয়েছেন অ্যাস্টন আগর। আর সঙ্গে নাথান লায়ন তো আছেনই। কামিন্স বলেছেন, ‘আমাদের দলে (মিচেল) স্টারসি ফিরে আসার পর ফিঙ্গার স্পিন, রিস্ট স্পিন, বাঁ-হাতি পেস সহ অনেক বিকল্প রয়েছে। আমরা এমন বোলারদের বাছাই করব, যারা ২০ উইকেট তুলে নিতে পারবে'
ভারতে পৌঁছে বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবির করেছে অস্ট্রেলিয়া। সেখান থেকে সোমবার নাগপুরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।
আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলের ব্যাটিং অনেকটাই নির্ভর করে থাকবে বিরাট কোহলির (Virat Kohli) ওপর। ব্যাট হাতে কোহলি কেমন করেন, দেখতে মুখিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)