IND vs AUS 1st Test: রোহিতের শতরানের পর জাডেজা-অক্ষরের পার্টনারশিপে চালকের আসনে ভারত
IND vs AUS 1st Test: দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতীয় দল অস্ট্রেলিয়ার থেকে ১৪৪ রানে এগিয়ে।
নাগপুর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট (IND vs AUS 1st Test) ম্যাচের প্রথম দিনে রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) দুরন্ত বোলিংয়ে ভর করে ভারত এমনিই ম্যাচে এগিয়ে ছিল। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্য়াচে নিজেদের দখল আরও মজবুত করল টিম ইন্ডিয়া। অজিদের হয়ে নিজের অভিষেক ম্যাচে টড মার্ফি পাঁচ উইকেট নিলেও, ভারতের হয়ে এদিন ব্যাট হাতে রোহিত শর্মা (Rohit Sharma) দুরন্ত শতরান হাঁকান। দিনের শেষবেলায় অষ্টম উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেল (Axar Patel)। সাত উইকেটের বিনিময়ে ৩২১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করল টিম ইন্ডিয়া।
রোহিতের শতরান
৭৭ রানে এক উইকেট থেকে দিনের শুরুটা করেছিল ভারতীয় দল। শুরুটা ঠিকঠাক করলেও আর অশ্বিন (২৩), চেতেশ্বর পূজারা (৭), সূর্যকুমার যাদব (৮) কেউই বড় রানের ইনিংস খেলতে পারেননি। ছন্দে থাকা বিরাট কোহলির থেকে বড় রানের আশায় ছিল ভারতীয় সমর্থকরা। তবে বিরাটও ব্যর্থ হন। লাঞ্চের পরে প্রথম বলেই সাজঘরে ফেরেন বিরাট। পরপর তিন উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। তবে এই পরিস্থিতি থেকেই ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যান রোহিত-জাডেজা।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শতরান হাঁকান রোহিত শর্মা। নিজের নবম টেস্ট শতরানের মাধ্যমেই ইতিহাসও গড়ে ফেলেন রোহিত। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে তিন ফর্ম্যাটেই শতরান করেন রোহিত। সপ্তম উইকেটে ৬১ রান যোগ করেন জাডেজা-রোহিত। দুইজনে ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে চা বিরতির পর প্রথম ওভারেই রোহিতকে ১২০ রানে সাজঘরে ফেরান প্যাট কামিন্স। অভিষেক ঘটানো কেএস ভরতও (৮) বড় রান করতে পারেননি।
অলরাউন্ডারদের দাপট
রোহিত-জাডেজার বড় পার্টনারশিপের ফের একবার চাপে পড়ে যায় ভারত। ২৪০ রানেই হারিয়ে ফেলে সাত উইকেট। ভরতকে ফিরিয়ে ম্যাচে নিজের পঞ্চম উইকেটটি নিয়ে নেন মার্ফি। তবে ঠিক যখন ম্যাচে অস্ট্রেলিয়া প্রত্যাবর্তন ঘটানোর আশায় ছিল, তখনই সে গুড়ে বালি ঢেলে দেন ভারতের দুই তারকা অলরাউন্ডার জাডেজা ও অক্ষর পটেল। অষ্টম উইকেটে ম্যাচের সবথেকে বড় ৮১ রানের পার্টনারশিপ গড়েন দুই জন। দিনের শেষে দুই তারকাই ব্যক্তিগত অর্ধশতরান পূরণ করে অপরাজিত থাকেন।
জাডেজা ৬৬ ও অক্ষর ৫২ রানে খেলছেন। প্রথম দুই সেশনে যেখান ভারতীয় দল দুইটি করে উইকেট হারিয়ে যথাক্রমে ৭৪ ও ৭৫ রান তুলেছিল, সেখানে ইনিংসের শেষ সেশনে ৯৫ রান তোলে টিম ইন্ডিয়া। দিনের শেষে ভারতীয় দল অস্ট্রেলিয়ার থেকে ১৪৪ রানে এগিয়ে।