IND vs AUS 3rd ODI: হার্দিক, কুলদীপের দুরন্ত বোলিং, সিরিজ জিততে ভারতের লক্ষ্যমাত্রা ২৭০
IND vs AUS: প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন স্টিভ স্মিথ। শুরুতে ওপেনিং জুট মিচেল মার্শ ও ট্রাভিস হেড দুর্দান্ত শুরু করেছিলেন।
চেন্নাইঃ পরপর তিন ম্যাচে এক ম্যাচেও পঞ্চাশ ওভার খেলতে পারলেন না অস্ট্রেলিয়ার ব্যাটাররা। শুরুটা করেছিলেন মার্শ-হেডরা। কিন্তু হার্দিক, কুলদীপের বোলিং তাণ্ডবে ২৬৯ রানই বোর্ডে তুলতে পারল অজিরা। হয়ত আরও আগেই শেষ হয়ে যেত অজিদের ইনিংস। তবে লোয়ার অর্ডারে অ্যাবট, অগার, স্টার্কদের ব্যাটিং লড়াই করার মত স্কোর অস্ট্রেলিয়ার বোর্ডে তুলে দেয়।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ডেভিড ওয়ার্নার এদিন একাদশে ফিরেছিলেন। তবে তিনি ওপেনিংয়ে নামেননি। গত ম্যাচের জয়ের কারিগর ২ জুটি মার্শ ও হেডই এদিন নেমেছিলেন ওপেনিংয়ে। এদিনও ওপেনিং জুটি অস্ট্রেলিয়াকে ভরসা দিল। ৬৮ রান বোর্ডে তুলে নেয় অজি ওপেনিং জুটি। তবে ১১ তম ওভারে শেষে প্রথম আঘাত হানেন হার্দিক পাণ্ড্য। ৩৩ রান করে ফিরে যান হেড। থার্ড ম্যানে দারুণ ক্যাচ নেন কুলদীপ যাদব। অধিনায়ক স্মিথ আরও একবার হার্দিকের শিকার হলেন। ইনিংসের ১৩ তম ওভারে এসে অজি অধিনায়ককে খাতা খোলার আগেই ফিরিয়ে দেন হার্দিক। পাঁচ নম্বরে নেমে ২৩ রান করেই প্যাভিলিয়ন ফিরতে হয় ওয়ার্নারকে। কুলদীপ যাদবের বলে ক্যাচ আউট হন তিনি। ক্রিজে সেট হয়ে যাওয়া মার্শ ৪৭ রান করে অর্ধশতরানের একদম সামনে ছিলেন। তাঁকে ফিরিয়ে দেন হার্দিক। একটা সময় ১৩৮ রানে অস্ট্রেলিয়ার ৫ ব্যাটার প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। সেখান থেকে স্টোইনিস, অ্যাবট, অগাররা মিলে দলের স্কোর ২৬৯ এ পৌঁছিয়ে দেন। হার্দিক ও কুলদীপ ছাড়া ভারতীয় বোলারদের মধ্যে ২টো করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও অক্ষর পটেল।
আইপিএল থেকে ছিটকে গেলেন শ্রেয়স
একটা বিষয় আগেই নিশ্চিত ছিল যে আইপিএলের প্রথম পর্বে খেলবেন না তিনি। কিন্তু এবার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবিরের জন্য আরও চিন্তা বাড়িয়ে পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার। কোমরের চোট নিয়ে ভুগছিলেন নাইট অধিনায়ক। বুধবার জানিয়ে দেওয়া হল যে তিনি এবারের আইপিএলে কোনো ম্যাচেই নামতে পারবেন না।
লন্ডনে অস্ত্রোপচার করতে যাবেন শ্রেয়স। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে শ্রেয়সকে অস্ত্রোপচারের জন্য লন্ডন যেতে হবে। এদিকে শ্রেয়স ছিটকে যাওয়ায় কে হবেন নাইটদের অধিনায়ক, তা বিশাল মাথাব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে। এই পরিস্থিতিতে রাসেলকে অধিনায়ক করা হোক, এমন দাবি তুলছেন অনেকেই। শুধি আইপিএলই নয়। এরপর এশিয়া কাপ রয়েছে, সেখানেও হয়ত দেখা যাবে না শ্রেয়সকে। বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন কি না তা দেখার।