Rishabh Pant: সিডনিতে পন্থ-শোতে মুগ্ধ 'মাস্টার ব্লাস্টার', ঋষভের প্রশংসায় পঞ্চমুখ সচিন
IND vs AUS 5th Test: ঋষভ পন্থ পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৩ বলে ৬১ রানের ইনিংস খেলেন ঋষভ পন্থ।
সিডনি: ভারত বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্টে (IND vs AUS 5th Test) সবুজ ঘাসে মোড়া সিডনির পিচে যেখানে সিংহভাগ ব্যাটাররা ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতেই হিমশিম খাচ্ছেন, সেখানে শনিবার দেখা গেল ঋষভ পন্থ-শো (Rishabh Pant)। ব্যাট হাতে ৬১ রানের ইনিংসে সিডনির দর্শকদের মন জিতলেন পন্থ। তাঁর এই ইনিংস দেখে বিস্মিত সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar)।
পন্থ সিডনিতে ১৮৪.৮৫ স্ট্রাইক রেটে ৩৩ বলে ৬১ রানের ইনিংস খেলেন। সেখানে তাঁরই সঙ্গে পার্টনারশিপ গড়া রবীন্দ্র জাডেজার স্কোর দিনশেষে ৩৯ বলে আট রান। ঠিক এই পার্থক্যটাই তুলে ধরে পন্থের প্রশংসায় পঞ্চমুখ সচিন। নিজের সোশ্যাল মিডিয়ায় 'মাস্টার ব্লাস্টার' লেখেন, 'এমন এক পিচে যেখানে সিংহভাগ ব্যাটাররা ৫০ বা তারও কম স্ট্রাইক রেটে ব্যাট করেছে, সেখানে ১৮৪-র স্ট্রাইক রেটে ঋষভ পন্থের খেলা ইনিংসটা সত্যিই অনবদ্য। প্রথম বল থেকে ও অস্ট্রেলিয়ানদের বিপাকে ফেলেছে। ওকে ব্যাট করতে দেখাটা সবসময়ই আনন্দদায়ক। দারুণ একটা প্রভাবশালী ইনিংস।'
সিডনিতে পন্থ মাত্র ২৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে এটি ভারতীয় হিসাবে সর্বকালের দ্বিতীয় দ্রুততম। তাঁর বিধ্বংসী ইনিংসের সুবাদেই ভারতীয় দল শতরানের গণ্ডি পার করে। তড়তড়িয়ে এগোচ্ছিলেনও পন্থ। তবে জলপানের বিরতিটা তাঁর জন্য খারাপ সময়ই আসে। বিরতির পরেই কামিন্সের বলে কাট মারতে গিয়ে সাজঘরে ফেরেন পন্থ।
চার রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ওপেনিং জুটি ভালই এগোচ্ছিলেন। প্রথম ওভারেই স্টার্ককে চারটি বাউন্ডারি হাঁকান যশস্বী জয়সওয়াল। কিন্তু বোল্যান্ড ফিরতেই ত্রাস হয়ে ওঠেন তিনি ভারতীয় ব্যাটারদের সামনে। প্রথমে ফেরান যশস্বীকে। ২২ রানে ফেরেন ভারতীয় ওপেনার। ৪২ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয়। এরপর কেএল রাহুলও ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন বোল্যান্ডের বলেই। শুভমন গিলও ১৩ রান করে ওয়েবস্টারের বলে আউট হন। বোল্যান্ডের তৃতীয় শিকার হন বিরাট কোহলি। মাত্র ৬ রান করেন তিনি। আরও একবার খোঁচা দিয়ে অফস্টাম্পের বল খেলতে গিয়ে ক্যাচ আউট হলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ৭৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসেছিল ভারত।
এরপরই পন্থের ঝোড়ো ব্যাটিং শুরু হয়। ক্রিজে এসে প্রথম বলেই ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্য়ে ৩৩ বলে ৬১ রানের ইঅনিংস খেলেন আউট হন পন্থ। নীতীশ রেড্ডি এদিনও ব্যর্থ। চার রান করে ফেরেন তিনি। দিনের খেলা শেষ হওয়ার সময় ক্রিজে আছেন জাডেজা ও সুন্দর। ভারতের স্কোর ছয় উইকেটে ১৪১ রান। লিড দু'শো পার করাতে কিন্তু ম্যাচের তৃতীয় দিন এই জুটির দিকেই তাকিয়ে থাকবেন ভারতীয় সমর্থকরা।
আরও পড়ুন: 'ওরা সবটা অর্জন করুক', তরুণদের ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গে দাবি রোহিত শর্মার