IND vs BAN: চোট সারিয়ে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতকে নেতৃত্ব দিতে তৈরি রোহিত শর্মা?
Rohit Sharma Injury: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে আঙুলে চোট লাগার ফলেই দেশে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন রোহিত। প্রথম টেস্ট ম্যাচেও খেলেননি তিনি।
মুম্বই: বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আঙুলে চোট লাগায় প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারেননি রোহিত শর্মা (Rohit Sharma)। দেশে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন ভারতীয় অধিনায়ক। তবে খবর অনুযায়ী ২২ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হতে চলা দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলে ফিরতে পারেন রোহিত।
ফিরছেন রোহিত?
রিপোর্ট অনুযায়ী ভারতীয় অধিনায়ক রোহিত দেশে ফিরে নিজের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করেন এবং দ্বিতীয় টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দিতে তিনি তৈরি। সেই ম্যাচের আগে পুনরায় বাংলাদেশ উড়ে যাবেন রোহিত। আহত রোহিতের বদলে বাংলার অধিনায়ক, ২৭ বছর বয়সি অভিমন্যু ঈশ্বরণকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়। ঈশ্বরণ ভারতীয় 'এ' দলের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করায় জাতীয় দলে ডাক পান তিনি। তবে তিনি দলে সুযোগ পেলেও, প্রথম টেস্টে ম্যাচে ভারতীয় একাদশে সুযোগ পাননি। কেএল রাহুলের সঙ্গে শুভমন গিলই এই ম্যাচে ওপেন করেন এবং নিজের কেরিয়ারের প্রথম টেস্ট শতরানটিও করে ফেলেন গিল।
ম্যাচের বিবরণ
দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ আট উইকেটের বিনিময়ে ১৩৩ রান তুলেছিল। তৃতীয় দিনের শুরুতে ১৫০ রানেই শেষ হয়ে গেল বাংলাদেশের ইনিংস। বল হাতে পাঁচ উইকেট নেন কুলদীপ যাদব। তিন উইকেট নেন মহম্মদ সিরাজ। উমেশ যাদব ও অক্ষর পটেল একটি করে উইকেট নেন। বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিমই সর্বাধিক ২৮ রান করেন। দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে ভারতীয় দলের দুই ওপেনার কেএল রাহুল ও গিল শুরুটা বেশ ভালভাবেই করেন। ওপেনিংয়ে টিম ইন্ডিয়া ৭০ রান যোগ করেন।
তবে কেএল রাহুল শুরুটা ভাল করলেও ব্যক্তিগত ২৩ রানেই সাজঘরে ফেরেন। রাহুল সাজঘরে ফিরলে ইনিংসের হাল ধরেন গিল ও পূজারা। প্রথম ইনিংসে পূজারা অল্পের জন্য শতরান হাতছাড়া করেছিলেন। ৯০ রান করেছিলেন তিনি। তবে অবশেষে এই ইনিংসে নিজের দীর্ঘ শতরানের খরা কাটাতে সক্ষম হলেন পূজারা। ৫১ ইনিংস পর আসল শতরান। ১৩০ বলে ১০২ রানে অপরাজিত থাকেন পূজারা। অপরদিকে ১১০ রানের দৃষ্টিনন্দন এক ইনিংস খেলেন গিল। ১৯ রানে বিরাট কোহলি অপরাজিত থাকেন। ভারত দুই উইকেটের বিনিময়ে ২৫৮ রানেই নিজেদের ইনিংস ঘোষণা করে দেয়। বাংলাদেশের হয়ে খলিল আমেদ ও মেহেদি হাসান মিরাজ একটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে প্রভাবিত করা ইবাদত হোসেন চোটের কারণে এই ইনিংসে বাংলাদেশের হয়ে বলই করতে পারেননি, যা দলকে বেশ সমস্যায় ফেলে দেয়।
ভারতের ইনিংস ঘোষণার পর দিনের বাকি খেলায় বাংলাদেশ কিন্তু এক উইকেটও হারায়নি। কোনও দল ইনিংস ঘোষণার পর অপরদলের জন্য দিনের শেষ ১০-১১ ওভার ব্যাট করাটা সবসময়ই চ্যালেঞ্জিং হয়। সেই চ্যালেঞ্জটা দারুণভাবে সামলালেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। তাঁরা যথাক্রমে ১৭ ও ২৫ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশকে ম্যাচের শেষ দুই দিনে জয়ের জন্য আরও ৪৭১ রান তুলতে হবে।
আরও পড়ুন: উত্তরপ্রদেশকে হারিয়েই নিজের অবসর নিয়ে মুখ খুললেন মনোজ তিওয়ারি