IND vs ENG 1st T20I: ইডেনে নতুন বছরে প্রথমবার মাঠে নামছে টিম ইন্ডিয়া, প্রতিপক্ষ ইংল্যান্ড, কোথায়, কখন দেখবেন খেলা?
India vs England: বুধবারই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারতীয় দল।

কলকাতা: দীর্ঘ লাল বলের মরশুমের পর ফের একবার সীমিত ওভারের ক্রিকেট খেলতে নামছে ভারতীয় দল। বছরের প্রথম ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। স্বাভাবিকভাবেই নতুন বছরে নতুন উদ্যমে মাঠে নামবেন ভারতীয় তারকারা। পাঁচ ম্যাচের সিরিজ়ে বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ জস বাটলারের ইংল্যান্ড দল (IND vs ENG 1st T20I)। দুই তারকাখচিত দলের ধুন্ধুমার লড়াইয়ের দিকে যে সকলেরই নজর থাকবে তা কিন্তু বলাই বাহুল্য।
কোথায় হবে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টি-২০?
ক্রিকেটের নন্দন-কানন হিসাবে পরিচিত, কলকাতার ইডেন গার্ডেন্সে বসবে সিরিজ়ের প্রথম ম্যাচের আসর।
কখন শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টি-২০?
বুধবার, অর্থাৎ ২২ জানুয়ারি সন্ধে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। টস তার আধ ঘণ্টা আগে অর্থাৎ ৬.৩০টায় আয়োজিত হবে।
কোথায় দেখবেন ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টি-২০?
টেলিভিশনে স্টার স্পোর্টসে এই দুই যুযুধান প্রতিপক্ষের ২২ গজের লড়াই দেখা যাবে।
অনলাইনে কথায় দেখবেন ম্যাচ?
এই অনুষ্ঠানটি শুরু হবে বৃহস্পতিবার ৩১ অক্টোবর, ভারতীয় সময় বিকেল ৪টে থেকে।
অনলাইনে কীভাবে দেখবেন অনুষ্ঠান?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা ডিজ়নি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে অনলাইনে খেলা দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
হেড-টু-হেড
ভারত ও ইংল্যান্ড বিশ ওভারের ফর্ম্যাটে মোট ২৪ বার একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে। হেড-টু-হেডে খানিকটা হলেও এগিয়ে ভারতীয় দল। ১৩টি ম্যাচ জিতেছে ভারতীয় দল। দুই দলের মধ্যে খেলা শেষ চারটি সিরিজ় শেষেও কিন্তু জয়ের হাসিটা ভারতীয় দলই হেসেছে।
ইডেনে টিম ইন্ডিয়ার রেকর্ড
ইডেনে ভারতীয় দলের টি-টোয়েন্টি রেকর্ডও কিন্তু ঈর্ষণীয়। ভারতীয় দল ইডেনে মোট সাতটি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে ছয়টিতেই জয় পেয়েছে ভারত। একটিতে হেরেছে। তাও সেই ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির আমলে। তারপর থেকে নাগাড়ে ছয় ম্যাচ জয়। অর্থাৎ ইতিহাস কিন্তু ভারতীয় দলের পক্ষেই।
এই আসন্ন সিরিজ়ে কিন্তু এক ভারতীয় ক্রিকেটারের দিকে বিশেষ নজর থাকবে। তিনি তারকা বোলার অর্শদীপ সিংহ। ইংল্যান্ডের বিরুদ্ধে এই আসন্ন বিশ ওভারের সিরিজ়েই কিন্তু অর্শদীপের সামনে ইতিহাস গড়ার বিরাট সুযোগ রয়েছে। ভারতীয় দলের হয়ে খুব বেশিদিন হয়নি তিনি খেলা শুরু করেছেন। তবে এর মধ্যেই ভারতীয় টি-টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন অর্শদীপ সিংহ। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের সিরিজ়েও তাঁর দিকে নজর থাকবেই। তিনি কিন্তু এই সিরিজ়েই ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়ে যেতে পারেন।
এখনও পর্যন্ত অর্শদীপ টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৫টি উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে আর মাত্র দুইটি উইকেট নিলেই তিনি যুজবেন্দ্র চাহালকে পিছনে ফেলে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়ে যাবেন। চাহাল এই সিরিজ়ে সুযোগও পাননি। তাই অর্শদীপের সামনে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। পাশপাশি প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০টি উইকেটের গণ্ডিও পার করতে পারেন বাঁ-হাতি ফাস্ট বোলার। এই দুই রেকর্ডই কিন্তু তাঁর পক্ষে খুব কষ্টকর নয়।
আরও পড়ুন: বছরের শুরুতে ইডেনে ম্যাচ, অনুশীলনে নেমে এক দশক আগের স্মৃতিতে ডুব দিলেন সূর্যকুমার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
