IND vs ENG 2nd Test: ব্যাটিং সহায়ক বিশাখাপত্তনমের মাঠে সিরিজ়ে সমতায় ফিরবে ভারত? কোথায়, কখন দেখবেন খেলা?
India vs England 2nd Test: চোটের কারণে এই টেস্ট ম্যাচে ভারতের হয়ে রবীন্দ্র জাডেজা, কেএল রাহুল মাঠে নামতে পারবেন না।
বিশাখাপত্তনমে: সিরিজ়ের প্রথম টেস্টে সিংহভাগ সময়ই দাপট দেখালেও, কার্যত এক সেশনে অলি পোপের দাপুটে ব্যাটিংয়ে হারতে হয় ভারতকে (Indian Cricket Team)। ২৮ রানে হাড্ডাহাড্ডি ম্যাচ জেতে ইংল্যান্ড (England Cricket Team)। দেরি করে না করে তাই পাঁচ টেস্টের সিরিজ়ের দ্বিতীয় ম্যাচেই (IND vs ENG 2nd Test) সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে মরিয়া হয়ে মাঠে নামবে ভারতীয় দল। শুক্রবার থেকেই শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট।
বাজবলের পরিকল্পনা বিফল করতে রবীন্দ্র জাডেজা, কেএল রাহুল, বিরাট কোহলিহীন ভারতীয় দল ঠিক কী করবে, সেইদিকে কিন্তু সকলেরই নজর থাকবে।
কাদের ম্যাচ?
টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ভারত ও আফগানিস্তান একে অপরের মুখোমুখি হবে
ম্য়াচটি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনমে আয়োজিত হবে।
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯.৩০টায়, তার ঠিক আধঘণ্টা আগে ৯টায় টস হবে।
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্ক চ্যানেলে
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই টেস্ট ম্যাচ
আবহাওয়া
ম্যাচের পাঁচদিনে বৃষ্টির হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। প্রথম তিন দিনে সই সম্ভাবনা যেখানে শতকরা ২৫ শতাংশ, চতুর্থ ও পঞ্চম দিনে তা পাঁচ শতাংশেরও কম। ম্যাচের পাঁচদিনই তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রির মধ্যে থাকার কথা।
পিচের পরিস্থিতি
বিশাখাপত্তনমের মাঠ প্রাথমিকভাবে ম্যাচের শুরুতে ব্যাটারদের স্বর্গরাজ্য। শুরুর দিকে ব্যাটারদের দাপট দেখা যাওয়াটাই তাই স্বাভাবিক। তবে সচরাচর ম্যাচ এগোলে স্পিনার এবং ফাস্ট বোলার, উভয়ই বিশাখাপত্তনমের মাঠে সহায়তা পেয়ে থাকেন। মাঠে এখনও পর্যন্ত দুইটি টেস্টই আয়োজিত হয়েছে। উভয় টেস্টেই প্রথমে ব্যাট করা দল দয় পেয়েছে। শুরুতেই ব্যাটিং সহায়ক পিচের লাভ তুলতে অধিনায়করা সচরাচর টস জিতলে এখানে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়ে থাকেন।
ভারতীয় দলের এই স্টেডিয়ামে রেকর্ডও দুরন্ত। উভয় টেস্টেই টিম ইন্ডিয়া জয় পেয়েছে। গত টেস্টে উভয় ইনিংসে রোহিত শর্মার শতরানে ভর করে ভারত দক্ষিণ আফ্রিকাকে ২০৩ রানের সুবিশাল ব্যবধানে পরাজিত করেছিল। ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত ম্যাচে বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ২৪৬ রানের ব্যবধানে জয় পায়। এবারও কি টিম ইন্ডিয়া বড় ব্যবধানে জয় পাবে, সেটাই দেখার অপেক্ষায় সকলে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: রাহুল-জাডেজার বদলি কে? দ্বিতীয় টেস্টের ভারতীয় একাদশে থাকছে চমক?