IND vs ENG 5th Test: 'সবুজ গালিচা'য় ব্যাট-বলের টানটান লড়াই, প্রথম সেশনে ৭২ রান তুলল ভারত
India vs England: প্রবল ঝড়, সঙ্গে তাল মিলিয়ে বৃষ্টি। এর জেরেই ওভালে নির্ধারিত সময়ের আগেই থামল প্রথম সেশনের খেলা।

লন্ডন: ওভালের পিচ দেখে সেটা ২২ গজ না সবুজ গালিচা, বোঝা মুশকিল। সেই পিচে প্রথমে ব্যাটিং করা নিঃসন্দেহেই বিরাট চ্যালেঞ্জিং ছিল। তবে প্রথম সেশনে বেশ লড়াই চালাল ভারত। দুই উইকেট হারালেও ৭২ রান তুলল টিম ইন্ডিয়া। তবে বৃষ্টির জেরে সময়ের আগেই থামল খেলা। নেওয়া হল লাঞ্চ। সাই সুদর্শন (Sai Sudharsan) ২৫ ও শুভমন গিল (Shubman Gill) আপাতত ১৫ রানে ক্রিজে উপস্থিত রয়েছেন।
গত ম্যাচ থেকে চার বদল ঘটিয়ে এই ম্যাচে মাঠে নামে ভারতীয় দল। আহত ঋষভ পন্থের বদলে ধ্রুব জুরেলের দলে আসা কার্যত নিশ্চিতই ছিল। এছাড়াও শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা ও অংশুল কম্বোজের বদলে করুণ নায়ার, আকাশ দীপ ও প্রসিদ্ধ কৃষ্ণ একাদশে সুযোগ পান। তবে দলে বদল ঘটালেও টস ভাগ্য বদলাল না। নাগাড়ে ১৫তম টস হারল ভারতীয় দল। টস জিতে ইংল্যান্ডের স্ট্যান্ড ইন অধিনায়ক অলি পোপ সবুজ পিচে স্বাভাবিকভাবেই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
শুরুতে বোলিং করার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে গাস অ্যাটকিনসন যশস্বী জয়সওয়ালকে মাত্র দুই রানে আউট করেন। আম্পায়ার আউট না হলেও অবশেষে ১৪তম চেষ্টায় রিভিউয়ে সাফল্য পায় ইংল্যান্ড। তিনে নামা সুদর্শন ও কেএল রাহুল চ্যালেঞ্জিং পরিবেশে প্রচুর বল ছাড়েন। দুইজনেই বেশ পরিপক্ক ব্যাটিং করছিলেন। তবে বেশ অনেকটা সময় লড়াই করার পর রাহুল ক্রিস ওকসের বলে কাট মারতে গিয়ে আবারও প্লেড অন হন। তাঁর সংগ্রহ ১৪ রান। ৩৮ রানে দুই উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল ভারতীয় দল।
তবে গোটা সিরিজ়ে অনবদ্য ব্যাটিং করা শুভমন গিলের ব্যাটিং দেখেই বোঝা গেল তিনি কেমন ফর্মে রয়েছেন। চ্যালেঞ্জিং পিচেও তাঁর ব্যাটিং ছিল পরিপক্ক। তিনি ও সুদর্শন ভারতীয় দলকে ভরসা জোগান। প্রথম সেশনে আর কোনও উইকেট যাতে না পড়ে, তা তাঁরা সুনিশ্চিত করেন। তৃতীয় উইকেটে অপরাজিত ৩৪ রানের পার্টনারশিপও গড়ে ফেলেছেন গিল ও সুদর্শন।
ভারতীয় অধিনায়ক নিজের এই ছোট্ট ইনিংসেই কিন্তু ইতিহাসও গড়ে ফেলেছেন। শুভমন গিলই বর্তমানে এক সিরিজ়ে সর্বাধিক রান করা ভারতীয় দল। তিনি ইতিমধ্যেই চলতি সিরিজ়ে ৭৩৭ রান করে ফেলেছেন। সুনীল গাওস্করের রেকর্ড ভাঙলেন তিনি। এবার অপেক্ষা অবশেষে কখন বৃষ্টি থেমে আবার খেলা শুরু হয়।




















