(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs ENG: আমাদেরই সুবিধা হবে, ইংল্যান্ডের বাজবল ক্রিকেট নিয়ে হুঁশিয়ারি মহম্মদ সিরাজের
Mohammed Siraj: মহম্মদ সিরাজ কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে ইংল্যান্ডের বাজবল নীতি ভারতের মাটিতে তেমন সফল হবে না।
হায়দরাবাদ: ইংল্যান্ডের আগ্রাসী, আক্রমণাত্মক টেস্ট ক্রিকেট সাম্প্রতিক সময়ে বেশ শোরগোল ফেলেছে ক্রিকেটমহলে। বাজবল নামে খ্যাত ইংল্যান্ডের এই খেলার ধরন নিয়ে কম চর্চা হয়নি। ভারতের মাটিতেও বেন স্টোকসরা এই আগ্রাসী ক্রিকেট খেলবেন কি না এবং তা ঠিক কতটা সফল হবে, সেই নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। তবে ভারতের তারকা ফাস্ট বোলার মহম্মদ সিরাজ কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে ইংল্যান্ডের বাজবল নীতি ভারতের মাটিতে তেমন সফল হবে না।
প্রথম টেস্টের আগে এক সাক্ষাৎকারে সিরাজ বলেন, 'ইংল্যান্ড যদি ভারতের মাটিতে বাজবল খেলার চেষ্টা করে, তাহলে ম্যাচ দেড় বা দুইদিনে শেষ হয়ে যাবে। এখানে কিন্তু সব বল মারা সহজ হবে না কারণ, ভারতের মাটিতে কয়েকটি বল ঘোরে এবং কয়েকটি বল সোজা যায়। তাই আমার মনে হয় এই পরিবেশে বাজবল খেলাটা বেশ কষ্টকর হবে। তবে ওরা বাজবল খেললে আমাদেরই সুবিধা হবে, কারণ সেক্ষেত্রে তাড়াতাড়ি ম্যাচ শেষ হয়ে যাবে।'
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও কিন্তু বাজবল নিয়ে মাথা ঘামাতে নারাজ। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল, ইংল্যান্ডের বাজবল ক্রিকেট নিয়ে কী পরিকল্পনা? রোহিতের সাফ জবাব, 'আমরা নিজেদের ক্রিকেট খেলতে চাই। প্রতিপক্ষ কীভাবে খেলছে তা নিয়ে কোনও আগ্রহ নেই। আমাদের ক্রিকেটে মনোনিবেশ করাই বেশি গুরুত্বপূর্ণ। দল হিসাবে আমাদের কী করা উচিত, তা নিয়েই ভাবছি। সেখান থেকে কীভাবে এগোতে হবে, তা নিয়েও ভাবছি।'
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য টেস্ট সিরিজ ড্র করে ফিরেছে ভারত। প্রথম টেস্টে ভারতীয় দলের ভরাডুবি হলেও কেপ টাউনে ঘুরে দাঁড়িয়ে সিরিজ অমীমাংসিতভাবে শেষ করেছিল ভারত। কেপ টাউনে প্রোটিয়াদের বিধ্বস্ত করে জিতেছিল ভারত। সেই জয় কতটা আত্মবিশ্বাসী করে তুলেছে দলকে? রোহিত বলছেন, 'কেপ টাউনে জয়টা ভাল ছিল। কিন্তু এটা হায়দরাবাদ। সম্পূর্ণ আলাদা পরিবেশ-পরিস্থিতি। ড্রেসিংরুমের আবহ খুব ভাল। ম্যাচ জিতলে এটা হয়। কেপ টাউনের জয় আমাদের অনেকটা আত্মবিশ্বাসী করে তুলেছে। খুব অল্প সময়ে ম্যাচের ফয়সালা হয়েছিল আর আমরা শীর্ষে থেকে শেষ করতে পেরেছিলাম। ম্যাচ জেতার মতো কিছু হয় না। আমরা দেশের মাটিতে এই প্রথম পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলব। আমরা চ্যালেঞ্জের জন্য মুখিয়ে রয়েছি।'
আরও পড়ুন: অ্যান্ডারসনকে বাদ দিয়েই ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড