IND vs WI 2nd ODI: রোহিত, কোহলির অনুপস্থিতিতে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, দুরন্ত জয়ে সিরিজে সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ়
থIndia vs West Indies 2nd ODI: দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৮০ বল বাকি থাকতে ছয় উইকেটে জিতে সিরিজে সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ়।
বার্বাডোজ: ভারতের বিরুদ্ধে দুরন্ত বোলিংয়ে ভর করে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ ছয় উইকেটে জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ় (IND vs WI 2nd ODI)। রোমারিও শেপার্ড, গুদাক্স মোতির তিনটি করে উইকেট এবং শাই হোপের (Shai Hope) দুরন্ত অর্ধশতরানই ওয়েস্ট ইন্ডিজ়কে সিরিজে সমতায় ফেরাল।
১৮২ রানের লক্ষ্য তাড় করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ়ের ওপেনাররা দলের হয়ে শুরুটা বেশ ভালই করেন। মাত্র ৮.১ ওভারেই ৫০ রানের গণ্ডি পার করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ়। তবে ভারতকে লড়াইয়ে ফেরান শার্দুল ঠাকুর। নবম ওভারে দুই ওপেনারকেই সাজঘরে ফেরান ভারতীয় অলরাউন্ডার। আগ্রাসী মেজাজে ব্যাট করা কায়েল মায়ার্সকে ৩৬ রানে আউট করেন তিনি। দুই বল পরেই দুর্দান্ত ফুল লেংথের বলে ব্র্যান্ডন কিংকেও ১৫ রানে সাজঘরে ফেরান শার্দুলই।
এরপরে সাজঘরে ফেরার পালা ছিল অ্যালিক অ্যাথানাজের। ফের একবার ভারতকে কাঙ্খিত সাফল্য এনে দেন শার্দুল। পুল শট মারতে গিয়ে ব্যাটে-বলে সঠিক সংযোগ না হওয়ায় কিপার ইশান কিষাণের দস্তানায় ধরা দেন অ্যাথানাজে। শিমরন হেটমায়ারও বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হননি। নয় রানে তাঁকে সাজঘরের রাস্তা দেখান গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটিংয়ে ধস নামানো কুলদীপ যাদব। ৯১ রানে চার উইকেট হারিয়ে বেশখানিকটা চাপেই পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান হোপ। তাঁকে যোগ্য সঙ্গ দেন কেসি কার্টি। দুইজনে মিলে পঞ্চম উইকেটে অপরাজিত ৯১ রানের পার্টনারশিপে ওয়েস্ট ইন্ডিজ়কে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়ান।
প্রথম ইনিংস
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। বিরাট ও রোহিতকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এদিন গিলের সঙ্গে ওপেনে নেমেছিলেন ঈশান কিষাণ। ২ জনে মিলে ওপেনিংয়ে নেমে ভালই শুরু করেন। কিন্তু ব্যক্তিগত ৩৪ রানের মাথায় আউট হয়ে ফেরেন গিল। ডানহাতি তরুণ ওপেনার এদিন ৫টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন। কিন্তু বড় রান করার সুযোগ মিস করেন। ঈশান কিষাণ অবশ্য নিজের অর্ধশতরান পূরণ করেন। ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত ৫৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন উইকেট কিপার ব্য়াটার। মিডল অর্ডারে স্যামসনের কাছে এদিন সুযোগ ছিল নিজেকে প্রমাণ করার। কিন্তু তিনি ব্যর্থ হন। ৯ রান করেন তিনি। হার্দিক ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। সূর্যকুমার যাদব ৩টি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে আউট হন। লোয়ার অর্ডারে ১৬ রান করেন শার্দুল ঠাকুর। শেষ পর্যন্ত ৪০.৫ ওভারে ১৮১ রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ডিমেনশিয়া আক্রান্তদের পাশে দাঁড়াতে অ্যাশেজের তৃতীয় টেস্টে অভিনব উদ্যোগ রুটদের