IND vs WI 2nd Test: শুরু থেকে শেষ পর্যন্ত সবটা উজাড় করে দিয়েছে, মুকেশের পারফরম্যান্সে মুগ্ধ ভারতের বোলিং কোচ
Mukesh Kumar: মুকেশ কুমার নিজের অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে ৪৮ রানের বিনিময়ে দুই উইকেট নেন।
পোর্ট অফ স্পেন: ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের চলতি দ্বিতীয় টেস্টেই (India vs West Indies 2nd Test) জাতীয় দলের হয়ে অভিষেক ঘটিয়েছেন বাংলার ফাস্ট বোলার মুকেশ কুমার (Mukesh Kumar)। নিজের প্রথম আন্তর্জাতিক ইনিংসে বল হাতে বেশ প্রভাবিতও করেছেন তিনি। ১৮ ওভার বল করে ৪৮ রানের বিনিময়ে দুই উইকেট নেন তিনি। নিজের প্রথম টেস্ট উইকেট পাওয়ার পর ভারতীয় দলের মহাতারকা বিরাট কোহলি তাঁকে জড়িয়ে ধরেন। কোহলির আচরণে মুগ্ধ বাংলার ফাস্ট বোলার।
মুকেশের প্রশংসা
মুকেশ চতুর্থ দিনের খেলাশেষে মহম্মদ সিরাজকে এক সাক্ষাৎকারে বলেন, 'প্রথম উইকেট নেওয়ার পর বিরাট ভাই, রোহিত ভাইরা এসে জড়িয়ে ধরল। আমি ভাবছিলাম, যাদের টিভিতে দেখতাম, তারা আমাকে আলিঙ্গন করছে! করমর্দন করছে! বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম।' পাটা উইকেটে মুকেশ পারফরম্যান্স কিন্তু ভারতীয় বোলিং কোচ পরশ মামব্রেরও (Paras Mhambrey) নজর কেড়েছে। তিনি তো মুকেশের প্রশংসায় পঞ্চমুখ।
ভারতের বোলিং কোচ বলেন, 'আমার মতে ও দারুণ বল করেছে। পরিবেশ, পরিস্থিতি যেমন ছিল, তারপরেই ও প্রতিটি বলে যেমন নিজের সর্বস্বটা উজাড় করে দিয়েছে, সেটা দেখেও ভাল লাগে। আমি এবং টিম ম্যানেজমেন্ট সকলেই ওর থেকে এরই প্রত্যাশও করে বটে। আমরা চাই ও যাতে নিজের সেরাটা দেয় এবং ও সেটাই করেছে। ও প্রথম সেশনে নতুন বলে যে ভাবে শুরুটা করেছিল, সেটা থেকে দ্বিতীয় নতুন বলে যেমনভাবে বল সুইং করায়, গোটাটাই আমায় বেশ প্রভাবিত করেছে।'
ভারতের বিশ্বরেকর্ড
ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনের প্রথম ঘণ্টাতেই ওয়েস্ট ইন্ডিজ় অল আউট হয়ে যায়। তবে ভারতের জয়ের জন্য প্রধান অন্তরায় হয়ে দাঁড়ান বরুণদেব। বৃষ্টির জন্য একাধিকবার চতুর্থ দিনের খেলা ব্যাহত হয়। তবে জয়ের জন্য বদ্ধপরিকর টিম ইন্ডিয়া ব্যাটে নেমেই দ্রুত গতিতে রান করতে থাকে। এই দ্রুত রান করার সুবাদেই বিশ্বরেকর্ড গড়ে ফেলল টিম ইন্ডিয়া (Team India)।
ভারতীয় দল ত্রিনিদাদে দ্বিতীয় ইনিংসে ২৪ ওভারে দুই উইকেটের বিনিময়ে ৭.৫৪ রান প্রতি ওভারে ১৮১ রান করে। এটি টেস্টের ইতিহাসে এক ইনিংসে কোনও দলের দ্রুততম রান রেট। ভারতীয় দল অস্ট্রেলিয়ার রেকর্ড ভাঙলেন। অজিরা ২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৭.৫৩ রান প্রতি ওভার গড়ে ২৪১/২ রান তুলেছিল। রবিবাসরীয় সন্ধ্যায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সেই রেকর্ডই ভাঙল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। ভারত ও অস্ট্রেলিয়া ছাড়া একমাত্র ইংল্যান্ডের দখলেই এক টেস্ট ইনিংসে প্রতি ওভার সাতের অধিক গড়ে রান তোলার কৃতিত্ব রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: হরমনপ্রীতের আচরণে ক্ষুব্ধ বিশ্বজয়ী ভারতীয় তারকা, বোর্ডের কাছে কঠিন শাস্তির দাবি