Indian Cricket: স্বাধীনতা দিবসের দিনই মাঠে নেমে কতটা সফল ভারতীয় ক্রিকেট দল? রইল পরিসংখ্য়ান
Independence Day Special: পরের বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্য়াচে মুখোমুখি হয়েছিল ভারত। ২০১৫ সালের ১২ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলেছিল টেস্ট ম্য়াচটি। ভারত ৬৪ রানে হেরে গিয়েছিল।

মুম্বই: আগমীকাল ৭৯ স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনেই ২২ গজের লড়াইয়ে বেশ কয়েকবার মাঠে নেমেছিল ভারতীয় ক্রিকেট। এখনও পর্যন্ত ১৫ আগস্টের দিন মোট ছয়বার মাঠে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু এরমধ্য়ে মাত্র দুটো ম্যাচেই জিততে পেরেছে টিম ইন্ডিয়া। প্রথমবার ১৯৫২ সালে ১৫ আগস্টে ম্য়াচ খেলেছিল ভারত। ২০২১ সালে শেষবার এই বিশেষ দিনে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া।
১৯৫২ সালে ইংল্য়ান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল সেবার টিম ইন্ডিয়া। ১৪ আগস্ট টেস্ট ম্য়াচ শুরু হয়েছিল। যা শেষ হয়েছিল ১৯ আগস্ট। টানা বৃষ্টির জন্য ম্য়াচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রথম ইনিংসে ইংল্যান্ড বোর্ডে তুলে নেয় ৩২৬ রান। যেখানে ভারত ৯৮ রানে অল আউট হয়ে গিয়েছিল। এরপর আর খেলা চালানো সম্ভব হয়নি।
এরপর ২০০১ সালে ফের একবার স্বাধীনতা দিবসের দিন মাঠে নেমেছিল ভারতীয় দল। ১৪ আগস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্য়াচ শুরু হয়েছিল। ম্য়াচে ১০ উইকেটের বিরাট ব্যবধানে হারতে হয় টিম ইন্ডিয়াকে। এর ১৩ বছর পর ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ আগস্ট থেকে শুরু হয়েছিল একটি টেস্ট ম্য়াচ। যেই ম্য়াচে ২৪৪ রানের বিশাল ব্যবধানে হারতে হয় ভারতকে।
পরের বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্য়াচে মুখোমুখি হয়েছিল ভারত। ২০১৫ সালের ১২ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলেছিল টেস্ট ম্য়াচটি। ভারত ৬৪ রানে হেরে গিয়েছিল।
ভারতের প্রথমবার ১৫ আগস্টে মাঠে জয় আসে ২০১৯ সালে। বিরাট কোহলির অধিনায়কত্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ম্য়াচে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। কোহল নিজে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সেই ম্য়াচে।
২০২১ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারত। সেখানে লর্ডস টেস্ট চলেছিল ১২ আগস্ট থেকে। সেই ম্যাচেও দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় কোহলির ভারত। ১৫১ রানের বিশাল ব্যবধানে লর্ডসে প্রতিপক্ষ শিবিরকে ধরাশায়ী করেছিল টিম ইন্ডিয়া।
এশিয়া কাপেও কি গিলই নেতৃত্বে?
টেস্ট সিরিজ জিততে না পারলেও প্রথমবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট ফর্ম্য়াটে অধিনায়ক হিসেবে দলকে সিরিজে ড্র করাতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন গিল। নিজে ব্যাট হাতে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহকও ছিলেন। এই পরিস্থিতিতে প্রত্যেক আলাদা আলাদা ফর্ম্য়াটে আলাদা আলাদা অধিনায়ক থাকার বিষয়ে সহমত পোষণ করছে না বিসিসিআই। এখনও অফিশিয়ালি কিছু জানানো না হলেও এই নিয়ে নাকি আলোচনাও শুরু হয়ে গিয়েছে।




















