Prasidh Krishna: ফিল হিউজের আতঙ্ক ফিরল লখনউয়ে, অস্ট্রেলিয়ার পেসারের বলে মাথায় চোট পেলেন প্রসিদ্ধ কৃষ্ণ
India A vs Australia A: প্রসিদ্ধ কৃষ্ণর চোট কতটা গুরুতর? এখনও এ নিয়ে স্পষ্ট কোনও বার্তা নেই।

লখনউ: অস্ট্রেলিয়ার ফিল হিউজের দুঃস্বপ্ন ফিরল ক্রিকেট মাঠে! কাকতালীয় হলেও, ফের ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালীনই দুর্ঘটনা। অজি পেসারের (India vs Australia) বাউন্সারে মাথায় চোট পেলেন ভারতীয় ক্রিকেটার। তাঁর পরিবর্তে বিকল্প ক্রিকেটার মাটে নামাতে হল ভারতকে।
লখনউয়ে ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ দলের টেস্ট ম্যাচ চলছে। সেই ম্যাচেই মাথায় গুরুতর চোট পেলেন ভারতীয় দলের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ (Prasih Krishna)। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে তাঁর কনকাশন সাবস্টিটিউট হিসাবে মাঠে নামানো হল যশ ঠাকুরকে (Yash Thakur)।
বুধবার, ম্যাচের দ্বিতীয় দিন সকালে অস্ট্রেলিয়ার ফাস্টবোলার হেনরি থর্নটনের বাউন্সারে পুল করতে গিয়ে মাথায় চোট পান প্রসিদ্ধ। তাঁর হেলমেটে বল আছড়ে পড়ে। ফিজিও ডেকে তাঁর শুশ্রূষা করাতে হয়। তারপরেও ব্যাট করছিলেন প্রসিদ্ধ। তবে ভারতের ইনিংসের ৪২তম ওভারের শেষে ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন। নতুন ব্যাটার হিসাবে ক্রিজে নামেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি হিসাবে যিনি এই সিরিজে খেলছেন। ভারত এ দলের যখন আট উইকেট পড়ে যায়, মহম্মদ সিরাজ ফেরেন, তখন ১১ নম্বর ব্যাটার হিসাবে ক্রিজে নামেন গুরনুর ব্রার (Gurnoor Brar)। তারপর সাই সুদর্শন আউট হওয়ার পর কনকাশন সাবস্টিটিউশন হিসাবে যশ ঠাকুর ব্যাট করতে নামেন। প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে।
লখনউয়ে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে ভারত এ। অস্ট্রেলিয়া এ দলের প্রথম ইনিংসে তোলা ৪২০ রানের জবাবে মাত্র ১৯৪ রানে গুটিয়ে গিয়েছে। তবে ভারত এ দলকে ফলো অন করানোর রাস্তায় হাঁটেনি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ম্যাচের দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৬/৩।
প্রসিদ্ধ কৃষ্ণর চোট কতটা গুরুতর? এখনও এ নিয়ে স্পষ্ট কোনও বার্তা নেই। বুধবারই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল বেছে নেবে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২ অক্টোবর আমদাবাদে। টেস্ট দলে ঢোকার অন্যতম দাবিদার প্রসিদ্ধ কৃষ্ণ। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও আকাশ দীপের সঙ্গে ভারতীয় দলে থাকতে পারেন প্রসিদ্ধ। ইংল্যান্ডের মাটিতে যিনি বল হাতে নজর কেড়েছিলেন। কর্নাটকের পেসার ৩ টেস্টে নিয়েছিলেন ১৪ উইকেট। তবে মাথায় চোট পাওয়ার পর তাঁকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে রাখা হয় কি না দেখার।




















