Indian Cricket Team: আজ থেকেই মাঠে ফেরার লড়াই চালু, বেঙ্গালুরুতে রিহ্য়াব শুরু করছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক গিল
Shubman Gill: ইডেন টেস্টের সময় চোট পেয়েই বেশ কয়েকদিন মাঠের বাইরে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল।

নয়াদিল্লি: প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচেই চোট পেয়েছিলেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। সেই ঘাড়ের চোটের জেরেই তিনি প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট, এমনকী চলতি ওয়ান ডে সিরিজ়েও খেলতে পারেননি। তবে অবশেষে রিহ্যাব শুরু করতে চলেছেন ভারতীয় অধিনায়ক।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী আজ, ১ ডিসেম্বরই বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব শুরু করতে চলেছেন। খবর অনুযায়ী চণ্ডীগড়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর আগে তিনি মুম্বইয়ে ফিজিওথেরাপি সেশন করেই রওনা দিয়েছিলেন। আজই তিনি বাড়ি থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেবেন। গিল ঠিকঠাকভাবেই সুস্থ হয়ে উঠছেন এবং তাঁর কোনওরকম সমস্যা অনুভূত হয়নি বলেই খবর। এতদিন পর্যন্ত তিনি ব্যাটিং করেননি তবে বেঙ্গালুরুতে রিহ্যাব চলাকালীনই শুভমন গিল বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে ব্যাটিং করা শুরু করবেন।
এক আধিকারিক জানান, 'কলকাতা থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে মুম্বই, মুম্বই থেকে চণ্ডীগড় এবং বর্তমানে চণ্ডীগড় থেকে বেঙ্গালুরু, শুভমন গিল সম্প্রতি একাধিক বিমানে সফর করেছেন এবং তার এখনও পর্যন্ত কোনওরকম সমস্যা অনুভূত হয়নি। ওকে এবার মাঠে ফেরানোর লক্ষ্যে প্রচেষ্টা চালানো হচ্ছে, তবে সেই নিয়ে কিন্তু তড়িঘড়ি করা হবে না। ঠিক যে সময়ে ও ১০০ শতাংশ ফিট হয়ে লড়াইয়ে মাঠে নামতে প্রস্তুত হবে, তখনই ও মাঠে দলের ফিরবে। ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অল ফর্ম্যাট ক্রিকেটার এবং সকলেই চান ও যেন দ্রুত ফিট হয়ে মাঠে ফেরে।'
গম্ভীর-আগরকরকে ডাক
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্য়াচে জয় দিয়ে ওয়ান ডে সিরিজ় শুরু করেছে ভারতীয় দল। তবে সেই ম্যাচের পরেই সিরিজ়ের মাঝেই হঠাৎ ডাক পড়ল ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও প্রধান নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar)। বুধবারই, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য এই বৈঠক ডাকা হয়েছে বলে খবর।
বিরাট কোহলি এবং রোহিত শর্মা, দুই তারকা দুরন্তভাবে ওয়ান ডেতে পারফর্ম করছেন। কোহলি প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ম্যাচে শতরান হাঁকিয়েছেন, রোহিত করেছেন হাফসেঞ্চুরি। ঠিক তার আগের ম্যাচে অজ়িদের বিরুদ্ধে রোহিতের ব্যাট থেকে এসেছিল সেঞ্চুরি, কোহলি খেলেছিলেন অর্ধশতরানের ইনিংস। এমন পরিস্থিতিতেই ভারতীয় দলের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে কোচ ও প্রধান নির্বাচককে ডেকে পাঠানো হয়েছে বলে রিপোর্ট দাবি করা হচ্ছে।
এই বৈঠকে বসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, সহ-সচিব প্রভতেজ সিংহ ভাটিয়ারাও গম্ভীর এবং আগরকরের সঙ্গে উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে। তবে নবনির্বাচিত বোর্ড সভাপতি মিথুন মানহাসের উপস্থিতি নিয়ে এখনও কোনও আপডেট পাওয়া যায়নি। এক বিসিসিআই আধিকারিক জানান দলের নির্বাচনে যাতে ধারাবাহিকতা বজায় থাকে, সেই বিষয়টা জানানোর পাশাপাশি এক চোখ যেন ভবিষ্যতেও রাখা হয়, সেটি নিশ্চিত করতেই এই বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে প্রোটিয়াদের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ় পরাজয় নিয়েও আলোচনা হবে। ম্যানেজমেন্টের মনোভাব বুঝে কিছু কিছু বিষয়ে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যও এই বৈঠক।




















