India's Tour of Sri Lanka : হার্দিক না সূর্যকুমার, শ্রীলঙ্কা সফরে টি২০-তে সম্ভাব্য অধিনায়ক কে ? কারা থাকতে পারেন দলে ?
Sri Lanka Tour: শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্য়াচের টি২০ সিরিজ শুরু হতে চলেছে আগামী ২৭ জুলাই।
নয়াদিল্লি : একের পর এক সাফল্য টিম ইন্ডিয়ার। সদ্য টি২০ বিশ্বকাপ জেতার পর জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫ ম্যাচের টি২০ সিরিজেও দাপট দেখিয়েছে মেন ইন ব্লু। শুভমন গিলের নেতৃত্বে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। এবার যাবতীয় নজর শ্রীলঙ্কা সফরের দিকে। ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে সফর। জিম্বাবোয়ের সিরিজে দেখা যায়নি জশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্য ও ঋষভ পন্থের মতো শীর্ষস্থানীয় ক্রিকেটারদের। টি২০ বিশ্বকাপ জয়ের পর তাঁদের বিশ্রাম দিতে চেয়েছিল বোর্ড। এঁদের মধ্যে সকলেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজেও নাও ফিরতে পারেন।
এই পরিস্থিতিতে CricketNext-এর একটি রিপোর্ট বলছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে অধিনায়ক করা হতে পারে হার্দিক পাণ্ড্যকে। সহ অধিনায়ক হতে পারেন সূর্যকুমার যাদব। এর পাশাপাশি বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের থেকে অক্ষর পটেল, কুলদীপ যাদব ও অর্শদীপ সিংহকে বেছে নিতে পারে নির্বাচন কমিটি। এদিকে মহম্মদ সিরজ, জশপ্রীত বুমরা ও ঋষভ পন্থ এখনই দলে ফিরছে না বলে জল্পনা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্য়াচের টি২০ সিরিজ শুরু হতে চলেছে আগামী ২৭ জুলাই। শেষ হচ্ছে ৩০ তারিখে। অন্যদিকে, একদিনের ম্যাচ শুরু হবে অগাস্টের ২ তারিখ থেকে। সেইসময় অবশ্য বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো সিনিয়র ক্রিকেটাররা দলে ফেরেন কি না তা এখন দেখার। টি২০ বিশ্বকাপ জয়ের পর দুই কিংবদন্তিই ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ থেকে অবসর ঘোষণা করেছেন। পরের মাসে একদিনের সিরিজে তাঁদের প্রত্যাবর্তনের মুখাপেক্ষী ভক্তরা। এদিকে এই সিরিস থেকেই টিম ইন্ডিয়ার হেড কোচ হিসাবে যাত্রা শুরু হতে চলেছে গৌতম গম্ভীরের।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে টিম ইন্ডিয়ার সম্ভাব্য দল : শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), অক্ষর পটেল, রিঙ্কু সিংহ, কুলদীপ যাদব, আবেশ খান, অর্শদীপ সিংহ, রবি বিষ্ণৈ, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা, শিবম দুবে ও হর্ষিত রাণা।
সদ্য শেষ হওয়া টি২০ বিশ্বকাপে দাপট দেখিয়েছে ভারত। একটাও ম্য়াচ না হেরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে, জিম্বাবোয়ে সফরেও ভাল পারফর্ম করেছেন নতুন ক্রিকেটাররা। শুভমন গিলের নেতৃত্বে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।