India T20 World Cup Squad: পারফর্ম করেও বিশ্বকাপের মূল দল থেকে বাদ রিঙ্কু! ক্ষুব্ধ নেটপাড়া
Rinku Singh: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ১৫ ম্য়চ খেলে ৩৫৬ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। সাতবার নট আউট ছিলেন তাঁর মধ্যে। স্ট্রাইক রেট ১৭৬.২৩।
নয়াদিল্লি: সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ, মঙ্গলবার, ৩০ এপ্রিলই ভারতীয় নির্বাচকরা ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে আয়োজিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ১৫ জনের ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা করে দিলেন। সেই দল থেকে উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছেন কেএল রাহুল। প্রাথমিক ১৫ জনের দলে নাম নেই রিঙ্কু সিংহেরও (Rinku Singh)। এরপরেই সরব সোশ্যাল মিডিয়া।
প্রাক্তন বিশ্বজয়ী ভারতীয় ওপেনার তথা নির্বাচক প্রধান বলেছিলেন রিঙ্কুকে বাদে তিনি ভারতের বিশ্বকাপ দল ভাবতেই পারছেন। রিঙ্কু গত মরশুমে আইপিএলে কেকেআরের জার্সিতে ৪৭৪ রান করেছিলেন রিঙ্কু। চারটি অর্ধশতরানও ছিল তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ১৫ ম্য়চ খেলে ৩৫৬ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। সাতবার নট আউট ছিলেন তাঁর মধ্যে। স্ট্রাইক রেট ১৭৬.২৩। তবে শ্রীকান্ত ভাবতে না পারলেও রিঙ্কুকে কেবল স্ট্যান্ড বাইতেই রাখা হয়েছে। প্রাথমিক স্কোয়াডে জায়গা পাননি তিনি।
নির্বাচকমণ্ডলীর এই সিদ্ধান্তই মানতে পারছেন না অনেক সমর্থক। সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও। ইরফান পাঠান যেমন লিখেইছেন, 'সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের হয়ে রিঙ্কুর পারফরম্যান্সকে এমনভাবে অবহেলা করা উচিত হয়নি।' অনেকে তো আবার বিশ্বকাপ মরশুমে কেকেআর চলতি আইপিএলে রিঙ্কুকে নিজের প্রতিভা মেলে ধরার যথেষ্ট সুযোগ দেয়নি বলেও অভিযোগ করেছেন।
I think Rinku Singh’s recent past performance for Team India shouldn’t have been ignored.
— Irfan Pathan (@IrfanPathan) April 30, 2024
Rinku Singh is the classic case who is the victim of politics.He was performing for india day and day out.
— Sujeet Suman (@sujeetsuman1991) April 30, 2024
But Just before WC,KKR has started to sideline and asked to bat down the order so that his visibility will be less.
Are we really deserve to win?pic.twitter.com/AzxjQFC4KX
[/tw]
Feel for Rinku Singh. 💔😥
One of the best in the business, but couldn't make the main squad due to slot issues. He has done everything right to play the World Cup.pic.twitter.com/yumLR7Yjv5
">
[tw]
Rinku Singh in T20is for India:
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 30, 2024
38 (21), 37* (15), 22* (14), 31* (9), 46 (29), 6 (8), 68* (39), 14 (10), 16* (9), 9* (9), 69* (39).
- The heroics of this gunman have been forgotten. 🥲💔 pic.twitter.com/28S8BKWSvL
When you find out Rinku Singh averages 89 with a strike rate of 176 is not in World Cup squad pic.twitter.com/0LEeHGKPFs
— Sagar (@sagarcasm) April 30, 2024
The last time India played a T20I 🤯
— Sameer Allana (@HitmanCricket) April 30, 2024
Justice for Rinku Singh! pic.twitter.com/3VtUa0LOQ3
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক রোহিতই, সহ-অধিনায়ক হার্দিক, স্ট্যান্ড বাই রিঙ্কু