U19 World Cup: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা, সুযোগ পেলেন কারা? বাংলার কেউ পেলেন ডাক?
India U19 Squad: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল শনিবার। সেই দলে রয়েছেন বৈভব সূর্যবংশী।

মুম্বই: বলা হয়, এই টুর্নামেন্ট থেকেই জন্ম নেয় ভবিষ্যতের মহাতারকা। যুবরাজ সিংহ থেকে শুরু করে মহম্মদ কাইফ, বিরাট কোহলি থেকে শুরু করে কেন উইলিয়ামসন, হালের শুভমন গিল - সকলকেই প্রতিষ্ঠিত হওয়ার মঞ্চ দিয়েছিল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (ICC Men’s Under 19 World Cup)। এবার সেই টুর্নামেন্টে খেলবে বিশ্ব ক্রিকেটের নতুন বিস্ময় - বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল শনিবার। সেই দলে রয়েছেন বৈভব সূর্যবংশী। ভারতের জুনিয়র নির্বাচক কমিটি শনিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের দলও বেছে নিলেন।
তবে সকলের নজর ছিল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দল ঘোষণার দিকে। ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি যে টুর্নামেন্ট আয়োজিত হবে জ়িম্বাবোয়ে ও নামিবিয়ার মাটিতে। আসন্ন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অংশ নেবে মোট ১৬ দল। মোট চার গ্রুপে যে ১৬ দলকে ভাগ করা হয়েছে। সেখান থেকে হবে সুপার সিক্স পর্ব। তারপর সেমিফাইনাল। ফাইনাল হবে জ়িম্বাবোয়ের রাজধানী হারারেতে।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে রেকর্ড সংখ্যক পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮ ও ২০২২ - পাঁচবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শিরোপা জিতেছে ভারত। গ্রুপ বি-তে ভারতের সঙ্গে রয়েছে নিউজ়িল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। ১৫ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের অভিযান। ১৭ জানুয়ারি বাংলাদেশ ও ২৪ জানুয়ারি নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকায় গিয়ে একটি তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে খেলতে পারবেন না আয়ূষ মাত্রে ও বিহান মলহোত্র। কব্জির চোট রয়েছে তাঁদের। সেই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন বৈভব।
তবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ভারতীয় দলে বাংলা থেকে কেউ সুযোগ পাননি। হতাশ বাংলার ক্রিকেটপ্রেমীরা।
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতীয় দল
বৈভব সূর্যবংশী (অধিনায়ক), অ্যারন জর্জ (সহ অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটকিপার), হরবংশ সিংহ (উইকেটকিপার), আর এস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান এ পটেল, মহম্মদ এনান, হেনিল পটেল, ডি দীপেশ, কিষাণ কুমার সিংহ, উদ্ধব মোহন, যুবরাজ গোহিল ও রাহুল কুমার।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ভারতীয় দল:
আয়ূষ মাত্রে (অধিনায়ক), বিহান মলহোত্র (সহ অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটকিপার), হরবংশ সিংহ (উইকেটকিপার), আর এস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান এ পটেল, মহম্মদ এনান, হেনিল পটেল, ডি দীপেশ, কিষাণ কুমার সিংহ ও উদ্ধব মোহন।




















