IND vs AUS: খেলা হল মাত্র ৫৮ বল, শেষ হাসি হাসল বৃষ্টিই, পরিত্যক্ত ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি
IND vs AUS T20: বৃষ্টির পূর্ভাবাস ছিলই। কিন্তু পুরো খেলাটাই যে ভেস্তে যাবে, তেমনটাই আশঙ্কা করা হয়নি কখনওই। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি ক্যাপ্টেন মিচেল মার্শ।

ক্যানবেরা: ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচের রিপিট টেলিকাস্ট যেন। সেদিনও বারবার বৃষ্টি তাল কাটছিল খেলায়, এদিনও ঠিক তেমনটাই হল। শুধু তফাৎ এটুকুই যে ওভার সংখ্যা কমলেও শেষ পর্যন্ত খেলা শুরু হয়েছিল প্রথম ওয়ান ডে ম্য়াচে। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচ আর খেলাই শুরু করা সম্ভব হল না। শেষ পর্যন্ত বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি।
বৃষ্টির পূর্ভাবাস ছিলই। কিন্তু পুরো খেলাটাই যে ভেস্তে যাবে, তেমনটাই আশঙ্কা করা হয়নি কখনওই। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি ক্যাপ্টেন মিচেল মার্শ। ওপেনিংয়ে নেমেছিলেন দলের সহ অধিনায়ক শুভমন গিল ও কুড়ির ফর্ম্যাটে এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা। স্বাভাবিকভাবেই অভিষেক চালিয়ে খেলা শুরু করেছিলেন শুরু থেকেই। চারটি বাউন্ডারিও হাঁকিয়ে ফেলেছিলেন। কিন্তু ১৪ বলে ১৯ রান করেই নাথান এলিসের বলে চালিয়ে খেলতে গিয়ে টিম ডেভিডের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ন ফেরেন অভিষেক। এরপর আর কোনও উইকেট হারায়নি ভারত। সূর্যকুমার যাদব ক্রিজে আসার পর তিনি ও সহ অধিনায়ক শুভমন গিল মিলে দলের স্কোর একশোর দোড়গোড়ায় পৌঁছে দিয়েছিলেন।
মাঝে ৫ ওভারের সময় একবার খেলা স্থগিত করে দেওয়া হয় বৃষ্টির জন্য়। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। ওভার সংখ্যা ২০ থেকে কমে দাঁড়ায় ১৮ তে। এমনকী পাওয়ার প্লে ৬ ওভারের বদলে ৫.২ ওভারের হয়ে যায়। কিছুক্ষণ পরে খেলা শুরু হলে ৯.৪ ওভার পর্যন্ত খেলা চলে। কিন্তু এরপর ফের বৃষ্টি নামে। যা এতটাই বেড়ে যায় যে খেলা ফের শুরু করা আর সম্ভব হয়নি।
View this post on Instagram
দ্বিতীয়বার যখন খেলা বন্ধ হয় তখন ভারতের স্কোর ছিল ৯.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৭। শুভমন ৩৭ রানে ও সূর্যকুমার যাদব ৩৯ রানে অপরাজিত ছিলেন। এরপর দীর্ঘক্ষণ খেলা স্থগিত থাকে। আম্পায়াররা বেশ কয়েকবার মাঠ পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত খেলা চালু করা আর সম্ভব হয়নি। পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে আরো চারটি ম্য়াচ বাকি। দ্বিতীয় ম্য়াচটি হবে আগামী ৩১ অক্টোবর মেলবোর্নে।




















