Border-Gavaskar Trophy: অ্যাডিলেডে ওপেনিংয়ে ফের রাহুল-যশস্বী! অজ়িভূমে মিডল অর্ডারে ব্যাট করা রোহিত শর্মার রেকর্ড কেমন?
India vs Australia 2nd Test: ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের আগে অনুশীলন ম্যাচেও মিডল অর্ডারেই ব্যাট করেন রোহিত শর্মা।
নয়াদিল্লি: বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টে অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই দুরন্ত জয় পেয়েছে ভারতীয় দল। শনিবার থেকে দ্বিতীয় টেস্ট (India vs Australia 2nd Test) শুরু হতে চলেছে। সেই ম্যাচের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সামনে বেশ কঠিন এক সিদ্ধান্ত অপেক্ষা করে রয়েছে। অ্যাডিলেডে কার ভারতীয় দলের হয়ে ব্যাটিংয়ে ওপেন করতে নামবেন? সেই উত্তর খুঁজতে হবে ভারতীয় দলকে।
পারথে রোহিত শর্মার (Rohit Sharma) অনুপস্থিতির ফলে ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন অফ ফর্মের রাহুল। সেই সুযোগ দারুণভাবে কাজেও লাগান তিনি। চ্যালেঞ্জিং পরিবেশে দুই ইনিংসেই রাহুলের ব্যাটিং বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়ে নেয়। আসে অর্ধশতরানও। তবে অ্যাডিলেড টেস্টের আগে রোহিত ভারতীয় দলে ফিরে এসেছেন। তিনি একাদশও ফিরবেন। এবার প্রশ্ন হল যশস্বী, রাহুল ও রোহিতের মধ্যে কোন দুইজনকে ওপেন করতে দেখা যাবে? খবর অনুযায়ী, রোহিত নয়, বরং প্রথম টেস্টের মতো রাহুল ও যশস্বীই জুটি বেঁধে অ্যাডিলেডেও ওপেন করতে নামবেন। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার অনুশীলন ম্যাচেও এই দুই তারকাই ওপেন করতে নেমেছিলেন। মিডল অর্ডারে ব্যাটিং করেন রোহিত।
এই থেকেই জল্পনা আরও বাড়ে যে হয়তো পারথের ওপেনিং জুটিই অ্যাডিলেডেও অটুট থাকবে। তবে মিডল অর্ডারে রান পাননি ভারতীয় অধিনায়ক। ক্যানবেরায় অনুশীলন ম্যাচে মিডল অর্ডারে নেমে মাত্র তিন রানে সাজঘরে ফেরেন রোহিত। অস্ট্রেলিয়ার মাটিতে এর আগেও একাধিকবার টেস্ট ম্যাচে মিডল অর্ডারে ব্যাটিং করেছেন রোহিত শর্মা। তাঁর রেকর্ড কিন্তু খুব একটা ভাল নয়।
অজ়িভূমে এর আগে আট ইনিংসে মিডল অর্ডারে ব্যাট করেছেন। এই আট ইনিংসের মাত্র একটিতে অর্ধশতরান এসেছে রোহিতের ব্যাট থেকে। ৫১.৫১-র স্ট্রাইক রেট ও ২৬.৭১-র গড়ে তিনি মোট ১৮৭ রান করেছেন। সর্বোচ্চ ৬১ রানের ইনিংস এসেছে মিডল অর্ডারে খেলা রোহিত শর্মার ব্যাট থেকে। তবে অধিনায়ককে সম্ভবত দলের স্বার্থে নিজের পছন্দের ওপেনিং জায়গাও ছেড়ে দিতে দেখা যেতে পারে। তবে শেষমেশ কী হয়, তা জানতে আরও দুইদিন অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: এক দশকের দীর্ঘ প্রতীক্ষা, অবশেষে রোহিতের অটোগ্রাফ পেয়ে 'হিটম্যান'-কে বিশেষ আখ্যা দিলেন অনুরাগী