Border-Gavaskar Trophy: এক দশকের দীর্ঘ প্রতীক্ষা, অবশেষে রোহিতের অটোগ্রাফ পেয়ে 'হিটম্যান'-কে বিশেষ আখ্যা দিলেন অনুরাগী
Rohit Sharma: ক্যানবেরায় অনুশীলন ম্যাচের ফাঁকেই সমর্থকদের অটোগ্রাফ বিলোতে দেখা যায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে।
ক্যানবেরা: অ্যাডিলেডে দিন দু'য়েক পরেই শুরু হয়ে যাব ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট (IND vs AUS 2nd Test)। সেই টেস্টের আগে গোলাপি বলের সড়গড় হওয়ার উদ্দেশ্যে একটি অনুশীলন ম্যাচ খেলেন। সেই অনুশীলন ম্যাচের মাঝেই রোহিত শর্মা (Rohit Sharma) অনুরাগীদের অটোগ্রাফ বিলোন। সেখানেই এক সমর্থকের মন্তব্য রোহিতের মুখে হাসি ফোটাল।
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দুইদিনব্যাপী সেই অনুশীলন ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে সম্পূর্ণ ভেস্তে যায়। সেই ফাঁকেই গ্যালারিতে উপস্থিত সমর্থকদের সঙ্গে টুকটাক আলাপচারিতা সারেন, তাঁদের অটোগ্রাফ দেন। তখনই এক সমর্থক রোহিতের থেকে অটোগ্রাফের অনুরোধ করেন। তিনি জানান ভারতীয় অধিনায়কের অটোগ্রাফের জন্য ১০ বছর ধরে অপেক্ষা করছেন তিনি। বিসিসিআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে ওই সমর্থককে বলতে শোনা যায়, 'রোহিত, রোহিত, রোহিত ভাই, প্লিজ। রোহিত ভাই প্লিজ, (অপেক্ষা করতে করতে) ১০ বছর হয়ে গেল।'
The wait of a decade finally ends. A fan waited for 10 years to get a @ImRo45 autograph and yesterday was his lucky day😊 #TeamIndia pic.twitter.com/miywxlE8gA
— BCCI (@BCCI) December 2, 2024
এর পরেই তিনি অটোগ্রাফ পেয়ে রোহিতকে 'মুম্বই কা রাজা' বলে সম্বোধন করেন। এই সম্বোধন শুনেই রোহিতের মুখে মুচকি হাসি ফোটে। প্রসঙ্গত, এই ম্য়াচের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় দ্বিতীয় দিন দুই দলই ৫০ ওভার করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ম্যাচে জয়ও পেয়েছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে নেতৃত্বও দেন রোহিত শর্মা। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রতিপক্ষকে ২৪০ রানে আটকে রাখার পর ভারতীয় দলের হয়ে ওপেনিংয়ে নামলেন জয়সওয়াল ও কেএল রাহুল। পারথে এই জুটিই ওপেনে নেমে সফল হয়েছিল। রোহিত দলে ফেরার পরেও জয়সওয়াল ও রাহুলই নামলেন ওপেনিংয়ে।
আরও পড়ুন: সিন্ধু পরিবারে বিয়ের সানাই, জোড়া অল্পিম্পিক্স পদকজয়ীর হবু স্বামীর রয়েছে IPL-যোগ