IND vs AUS Live: বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ান ডে ম্য়াচে ৭ উইকেটে জয় অজিদের, সিরিজেও এগিয়ে গেল মার্শ বাহিনী
IND vs AUS Live Score: ২০২৫ আইপিএলে শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে দেখা গিয়েছে। আইপিএলের মাঝেই টেস্ট ফর্ম্য়াট থেকে সরে দাঁড়ান ২ তারকা।
LIVE

Background
পারথ: অস্ট্রেলিয়ার (India vs Australia) বিমান ধরার আগেই দুজনের সাক্ষাতের মুহূর্তটা বেশ স্পেশাল ছিল। ওয়ান ডে ফর্ম্য়াটে সদ্য প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohi Sharma) ও সদ্য নতুন অধিনায়ক শুভমন গিল (Shubhman Gill)। সাদা বলের ফর্ম্যাটে নেতৃত্ব পাওয়ার পর দারুণভাবে দায়িত্ব সামলেছেন। প্রথমে ইংল্যান্ড ও পরে ওয়েস্ট ইন্ডিজ দুটো সিরিজেই ছাপ রেখেছেন নেতৃত্বের। কিন্তু সাদা বলের ফর্ম্যাটে এই প্রথম পূর্ণাঙ্গ সময়ের জন্য় নেতৃত্বভার পেয়েছেন গিল। তাও প্রথমেই অস্ট্রেলিয়া সফর। বর্তমান ও প্রাক্তন সেই সিরিজ খেলতে অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছেন দলের সঙ্গে। আর তার আগে বিমানবন্দরে একে অপরকে দেখেই কোলাকুলি করলেন রোহিত শর্মা ও শুভমন গিল।
অস্ট্রেলিয়া সিরিজের আগে বিরাট ও রোহিত ওয়ান ডে দলে ফিরে এসেছেন। সেই ইস্যুতে গিল বলছেন, ''ওঁরা দুজনে দীর্ঘ সময়ে ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন। প্রচুর ম্য়াচ জিতিয়েছেন ভারতের জার্সিতে। আমরা সবাই চাইব যে ওঁরা যেন খোলা মনে মাঠে নামতে পারে। আর নিজেদের ম্য়াজিক দেখাতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে।''
২০২৫ আইপিএলে শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে দেখা গিয়েছে। আইপিএলের মাঝেই টেস্ট ফর্ম্য়াট থেকে সরে দাঁড়ান ২ তারকা। গিল বলছেন, ''গত ১০-১৫ বছর ধরে তাঁরা খেলছেন। অনেকগুলো ম্য়াচে খেলেছেন। তাঁদের অভিজ্ঞতা দিয়ে অনেকগুলো ম্যাচের রং বদলে দিয়েছেন। যে কোনও ক্যাপ্টেন তাঁদের দলে এমন দুজন প্লেয়ারকেই চাইবে। আমি শুধুই চাইব যে মাঠে গিয়ে নিজেদের পারফর্ম করুক রোহিত ও বিরাট।''
IND vs AUS Live Score: ৭ উইকেটে জয় অজি বাহিনীর
২১.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল অস্ট্রেলিয়া। ৭ উইকেটে জয় মার্শ বাহিনীর। সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
IND vs AUS Live Update: শর্ট ও ফিলিপের উইকেট হারাল অজিরা
আরও দুটো উইকেট হারাল অস্ট্রেলিয়া। ম্য়াথু শর্ট ও জশ ফিলিপে ফিরে গেলেন। যদিও মিচেল মার্শ ওপেনে নেমে অস্ট্রেলিয়াকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।




















