IND vs AUS: আর কিছুক্ষণের অপেক্ষা, প্রথম ওয়ান ডে ম্যাচে কখন, কোথায় দেখবেন ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ?
India vs Australia Series: তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের পরের দুটো ম্য়াচ হবে ২৩ অক্টোবর ও ২৫ অক্টোবর। পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে এরপর অজি শিবির।

পারথ: তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ দিয়ে আগামীকাল থেকে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বিরাট, রোহিতের প্রত্যাবর্তনে এই সিরিজ অবশ্যই বাড়তি রোমাঞ্চ যোগ করতে চলেছে সিরিজে। একই সঙ্গে শুভমন গিলের কাছেও কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে এই সিরিজ। কারণ টেস্টের পর পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটেও নেতৃত্ব দিতে দেখা যাবে তরুণ ডানহাতিকে। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের আগ অস্ট্রেলিয়া সিরিজ গিলের কাছে বড় পরীক্ষা। এক নজরে দেখে নেওয়া যাক ভারত-অস্ট্রেলিয়া সিরিজ কখন, কোথায় দেখবেন--
রবিবার ভারতীয় ক্রিকেট দল কাদের বিরুদ্ধে মুখোমুখি হবে?
আগামী ১৯ অক্টোবর, রবিবার ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ান ডে ম্য়াচ।
কোথায় খেলা হবে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ?
ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ান ডে ম্য়াচটি হবে পারথের ওপটাস স্টেডিয়ামে।
কখন শুরু হবে ২২ গজে ভারত-অস্ট্রেলিয়া লড়াই?
১৯ অক্টোবর ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ান ডে ম্য়াচটি শুরু হবে সকাল ৯টায়, তার ৩০ মিনিট আগে টস হবে।
কোথায় দেখবেন ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ান ডে?
ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ান ডে ম্য়াচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ
তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের পরের দুটো ম্য়াচ হবে ২৩ অক্টোবর ও ২৫ অক্টোবর। পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে এরপর অজি শিবির।ভারত ও অস্ট্রেলিয়া পরস্পর ওয়ান ডে ফর্ম্য়াটে মোট ১৫২টি ম্য়াচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে অস্ট্রেলিয়া ৮৪টি ম্য়াচ জিতেছে। অন্য়দিকে ৫৮টি ম্য়াচে জিতেছে ভারতীয় ক্রিকেট দল। ১০টি ম্য়াচে নিষ্ফলা ছিল।
কী বলছে পারথের আবহাওয়ার পূর্বাভাস?
রবিবার ছুটির দিন। খেলা দেখার জন্য নিঃসন্দেহে মাঠ ভরাবেন ক্রিকেটপ্রেমীরা। আবহাওয়ার পূর্বাভাস বলছে ম্য়াচের আগের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া খেলার দিনও আকাশ মেঘাচ্ছন্ন থাকার কথা। তবে মাঝে মধ্যে রোদের ঝলক দেখা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ান ডে ম্য়াচের আগের দিন যদি অতিরিক্ত বৃষ্টি হয়, তবে কিন্তু ম্য়াচেও তার প্রভাব পড়তে পারে।
ভারতীয় স্কোয়াড: শুভমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, অক্ষর পটেল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল।




















