Rohit Sharma: অস্ট্রেলিয়ার মাটিতে এই রেকর্ড আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই, রোহিতের ব্যাটে নতুন কীর্তি
India vs Australia: রোহিত শর্মা আগের ম্যাচে মাত্র ৮ রান করেছিলেন। তখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় তাঁর ৯৯৮ রান ছিল।

অ্যাডিলেড: প্রথম ম্যাচে রান পাননি। পারথে অনুরাগীদের হতাশ করেছিলেন হিটম্যান। তবে অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ছন্দে ফিরলেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেই সঙ্গে গড়লেন নজিরও।
রোহিত শর্মাই প্রথম ভারতীয়, যিনি অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে ক্রিকেটে ১০০০ রান সম্পূর্ণ করেছেন। তাঁর আগে ভারতের কেউই এই নজির গড়েননি। তিনি এই রেকর্ডটি অ্যাডিলেডে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের ম্যাচে গড়েছেন। এই ম্যাচে, অধিনায়ক শুভমন গিল ৯ রান করে আউট হন, বিরাট কোহলি শূন্য রানে আউট হন। এ নিয়ে টানা দ্বিতীয়বার ওয়ান ডে ম্যাচে বিরাট শূন্য রানে আউট হলেন।
রোহিত শর্মা আগের ম্যাচে মাত্র ৮ রান করেছিলেন। তখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় তাঁর ৯৯৮ রান ছিল। বৃহস্পতিবার মাত্র ২ রান দরকার ছিল হাজার রান পূর্ণ করতে। এবং তাতেই তিনি ইতিহাস সৃষ্টি করেন। তিনি প্রথম ভারতীয় যিনি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০০ রান করেছেন। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তিদেরও এই নজির নেই।
সচিন তেন্ডুলকর অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫টি একদিনের ইনিংসে ৭৪০ রান করেছেন। মহেন্দ্র সিংহ ধোনি ২০ ইনিংসে ৬৮৪ রান করেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি, যিনি ২০ ইনিংসে ৮০২ রান করেছেন অস্ট্রেলিয়ার মাটিতে।
শুরুর ধাক্কার পর রোহিত শর্মা ইনিংস সামলান
রোহিত শুরুতে অল্পের জন্য রক্ষা পান। তিনি তৃতীয় ওভারে রান আউট হওয়া থেকে বাঁচেন অল্পের জন্য। এরপর তিনি ধীরে সুস্থে খেলা শুরু করেন, ভাল বলগুলিকে দেখে খেলেন। সপ্তম ওভারে ২ উইকেট পড়ার পর ভারত কঠিন পরিস্থিতিতে পরে গিয়েছিল। গিল ৯ এবং বিরাট কোহলি শূন্য রানে আউট হন। এরপর রোহিত সতীর্থ শ্রেয়স আইয়ারের সঙ্গে ইনিংসের হাল ধরেন।
রোহিত শর্মা ১৯তম ওভারে প্রথম ছক্কা মারেন, এই ওভারে তিনি দুটি ছক্কা মারেন। যেখানে এর আগে তাঁর স্ট্রাইক রেট খুবই কম ছিল। এই ওভারের আগে তিনি ৬২ বলে ৩০ রান করে খেলছিলেন। শেষ পর্যন্ত ৯৭ বলে ৭৩ রান করে ফেরেন রোহিত। তিনিই এদিন ভারতের সর্বোচ্চ স্কোরার।
FIFTY!
— BCCI (@BCCI) October 23, 2025
After early jitters, Rohit Sharma gets going, brings up a fine half-century.
His 59th in ODIs 🔥
Live - https://t.co/q4oFmXx6kr #TeamIndia #AUSvIND #2ndODI | @ImRo45 pic.twitter.com/f90bJRSBSK




















