(Source: ECI | ABP NEWS)
IND vs AUS T20 Live: ১৩.২ ওভারে ম্য়াচ জিতে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া
IND vs AUS T20 Live Update: ওয়ান ডে সিরিজে ১-২ ব্যবধানে হেরে গিয়েছিল ভারতীয় দল। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হতে হয়েছে।
LIVE

Background
মেলবোর্ন: মেয়েরা বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্য়দিকে ছেলেদের আজ লড়াই। ওয়ান ডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচ বৃষ্টির জন্য পণ্ড হয়ে গিয়েছে। আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নামতে চলেছে ২ দল।
ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচের রিপিট টেলিকাস্ট যেন। সেদিনও বারবার বৃষ্টি তাল কাটছিল খেলায়, এদিনও ঠিক তেমনটাই হল। শুধু তফাৎ এটুকুই যে ওভার সংখ্যা কমলেও শেষ পর্যন্ত খেলা শুরু হয়েছিল প্রথম ওয়ান ডে ম্য়াচে। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচ আর খেলাই শুরু করা সম্ভব হল না। শেষ পর্যন্ত বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি।
বৃষ্টির পূর্ভাবাস ছিলই। কিন্তু পুরো খেলাটাই যে ভেস্তে যাবে, তেমনটাই আশঙ্কা করা হয়নি কখনওই। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি ক্যাপ্টেন মিচেল মার্শ। ওপেনিংয়ে নেমেছিলেন দলের সহ অধিনায়ক শুভমন গিল ও কুড়ির ফর্ম্যাটে এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা। স্বাভাবিকভাবেই অভিষেক চালিয়ে খেলা শুরু করেছিলেন শুরু থেকেই। চারটি বাউন্ডারিও হাঁকিয়ে ফেলেছিলেন। কিন্তু ১৪ বলে ১৯ রান করেই নাথান এলিসের বলে চালিয়ে খেলতে গিয়ে টিম ডেভিডের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ন ফেরেন অভিষেক। এরপর আর কোনও উইকেট হারায়নি ভারত। সূর্যকুমার যাদব ক্রিজে আসার পর তিনি ও সহ অধিনায়ক শুভমন গিল মিলে দলের স্কোর একশোর দোড়গোড়ায় পৌঁছে দিয়েছিলেন।
মাঝে ৫ ওভারের সময় একবার খেলা স্থগিত করে দেওয়া হয় বৃষ্টির জন্য়। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। ওভার সংখ্যা ২০ থেকে কমে দাঁড়ায় ১৮ তে। এমনকী পাওয়ার প্লে ৬ ওভারের বদলে ৫.২ ওভারের হয়ে যায়। কিছুক্ষণ পরে খেলা শুরু হলে ৯.৪ ওভার পর্যন্ত খেলা চলে। কিন্তু এরপর ফের বৃষ্টি নামে। যা এতটাই বেড়ে যায় যে খেলা ফের শুরু করা আর সম্ভব হয়নি।
IND vs AUS Live: ১৩.২ ওভারে ম্য়াচ জিতল অস্ট্রেলিয়া
১৩.২ ওভারে জয়ের জন্য প্রয়োদনীয় রান তুলে নিল অস্ট্রেলিয়া। হ্যাটট্রিকের সুযোগ মিস করলেন জসপ্রীত বুমরা।
IND vs AUS Live: আউট ইংলিশ
কুলদীপ যাদবের বলে লেগবিফোর হয়ে ২০ রান করে প্যাভিলিয়ন ফিরলেন জশ ইংলিশ। অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন।




















