IND vs AUS: মাঠের বাইরের লড়াই শুরু করে দিল অস্ট্রেলিয়া, 'হ্যান্ডশেক' বিতর্কে খোঁচা ভারতকে
IND vs AUS Series: প্য়াট কামিন্সকে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজে পাবে না অস্ট্রেলিয়া। মিচেল মার্শ নেতৃত্বভার সামলাবেন। উইকেট কিপার ব্যাটার জশ ইংলিশও চোটের জন্য ছিটকে গিয়েছেন।

সিডনি: আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ। তার আগে ভারতীয় ক্রিকেটারদের খোঁচা দেওয়া শুরু করে দিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। আর হাতিয়ার হিসেবে তাঁরা নিয়েছেন সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ক্রিকেটে 'হ্যান্ডশেক' বিতর্ক। সম্প্রতি কায়ো স্পোর্টসের সোশ্য়াল মিডিয়ায় এক ভিডিও আপলোড করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে অজি ক্রিকেটাররা পোক করছে ভারতীয় ক্রিকেট দলের হ্যান্ডশেক ইস্যুকে তুলে ধরে।
উল্লেখ্য, গত এপ্রিলে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ ভারতীয় প্রাণ হারিয়েছিলেন। এরপর পাল্টা পাকিস্তানে অপারেশন সিঁদুর অভিযান করে ভারত। এরপর এশিয়া কাপ ও মহিলা ওয়ান ডে বিশ্বকাপ, কোনও ইভেন্টেই পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। কায়ো স্পোর্টসের তরফে ভিডিও পোস্ট করা হয়েছিল। সেখানে সঞ্চালককে বলতে শোনা যাচ্ছে, ''আমরা জানি ভারত আমাদের দেশে খেলতে আসছে। তবে ওদের একটা দুর্বলতা আমরা আগেই ধরে ফেলেছি। আমরা জানি ওরা প্রথাগত অভিবাদন জানানো (হাত মেলানোয়) সমর্থক নয়। তাই বল করার আগেই আমরা ওদের ছুড়ে ফেলে দিতে পারি।''
পরবর্তীতে যদিও দেখা যায় কায়ো স্পোর্টসের তরফে সেই ভিডিও ক্লিপটি ডিলিট করে দেওয়া হয়েছিল। ভিডিও ক্লিপে দেখা যায়, অস্ট্রেলিয়া পুরুষ দলের জ্যাক ফ্রেজ়ার ম্যাকগার্ক হাত এগিয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েলের দিকে। তা সরিয়ে দেন তারকা অলরাউন্ডার। অন্য়দিকে, অস্ট্রেলিয়ার এক মহিলা ক্রিকেটার নাকে হাত দিয়ে অদ্ভুত ভঙ্গি করেন। আর এক জন হাত দিয়ে অশ্লীল ইঙ্গিতও করেন।
এদিকে, প্য়াট কামিন্সকে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজে পাবে না অস্ট্রেলিয়া। মিচেল মার্শ নেতৃত্বভার সামলাবেন। উইকেট কিপার ব্যাটার জশ ইংলিশও চোটের জন্য ছিটকে গিয়েছেন। তারকা স্পিনার অ্য়াডাম জাম্পাও নেই দলে। প্রথম ম্য়াচ থেকে পারিবারিক কারণে সরে দাঁড়ান।
অস্ট্রেলিয়া সিরিজের আগে বিরাট ও রোহিত ওয়ান ডে দলে ফিরে এসেছেন। সেই ইস্যুতে ভারতের ওয়ান ডে দলের নতুন ক্যাপ্টেন শুভমন গিল বলছেন, ''ওঁরা দুজনে দীর্ঘ সময়ে ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন। প্রচুর ম্য়াচ জিতিয়েছেন ভারতের জার্সিতে। আমরা সবাই চাইব যে ওঁরা যেন খোলা মনে মাঠে নামতে পারে। আর নিজেদের ম্য়াজিক দেখাতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে।'' ২০২৫ আইপিএলে শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে দেখা গিয়েছে। আইপিএলের মাঝেই টেস্ট ফর্ম্য়াট থেকে সরে দাঁড়ান ২ তারকা।



















