Virat Kohli: একই ভুল বারবার করছেন, আউট হতেই মাঠেই মেজাজ হারালেন বিরাট
IND vs AUS: সিডনি টেস্টের চূড়ান্ত সেশনে ভারতের দ্বিতীয় ইনিংসে তখন রান ৪৭/২। সেই সময়ই ক্রিজে আসেন কোহলি। ১২টি বল খেলে একটি বাউন্ডারিও হাঁকিয়েছিলেন।
সিডনি: একবার-দুবার নয়। এই নিয়ে আট আটবার। ভারত বনাম অস্ট্রেলিয়া চলতি টেস্ট সিরিজে একই ভুল বারবার করছেন বিরাট কোহলি (Virat Kohli)। অফস্ট্য়াম্পের বাইরের বলে খোঁচা দিয়ে নিজের উইকেট ছুড়ে দিচ্ছেন। কখনও কামিন্স, কখনও স্টার্ক তো কখনও বোল্যান্ড আবার কখনও হ্যাজেউলড। বোলারের নাম বদলে গেলেও নিজের ভুল শুধরানোর কোনও লক্ষণই নেই কোহলির মধ্যে। সিডনি টেস্টে দ্বিতীয় ইনিংসেও মাত্র ৬ রান করে বোল্যান্ডের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন খোঁচা মেরে। আর আউট হতেই নিজেই নিজে ওপর রাগে ফেটে পড়লেন কোহলি।
সিডনি টেস্টের চূড়ান্ত সেশনে ভারতের দ্বিতীয় ইনিংসে তখন রান ৪৭/২। সেই সময়ই ক্রিজে আসেন কোহলি। ১২টি বল খেলে একটি বাউন্ডারিও হাঁকিয়েছিলেন। বেশ কয়েকটি বল ছেড়ে দিলেন অফস্টাম্পের। কিন্তু আচমকাই ফের একবার ফাঁদে পা দিলেন। বোল্যান্ডের বডি লেংথে অফস্টাম্পের বাইরের বল দোনমনায় শেষ পর্যন্ত ব্যাট বাড়িয়ে দিতেই ভুল করে বসলেন কোহলি। স্মিথ স্লিপে ক্যাচ লুফে নিতে কোনও ভুল করেননি।
The Scott Boland show is delivering at the SCG!
— cricket.com.au (@cricketcomau) January 4, 2025
He's got Virat Kohli now. #AUSvIND pic.twitter.com/12xG5IWL2j
২০১৬ সালের পর প্রথমবা বিরাটের ব্যাটিং গড় টেস্টে ৪৭ এর নীচে নেমে গিয়েছে। বাংলাদেশ, নিউজিল্য়ান্ড ও অস্ট্রেলিয়া তিনটি দেশের বিরুদ্ধে নজরকাড়া পারফরম্য়ান্স বলতে শুধু পারথ টেস্টে শতরানের ইনিংস। এদিন আউট হওয়ার পরই বুঝতে পারেন যে আবার এক ভুল করে ফেলেছেন। কোনওভাবেই রাগ আটকাতে পারেননি। মাঠেই মেজাজ হারান। চিৎকার করে ওঠেন কিং কোহলি। নিজেই হয়ত বুঝতে ারছিলেন যে এটাই অস্ট্রেলিয়ার মাটিতে হয়ত তাঁর শেষ ইনিংস ছিল। এমনকী ইংল্যান্ডের বিরুদ্ধে এরপর পাঁচ ম্য়াচের যে টেস্ট সিরিজ খেলবে ভারত, সেখানেও বিরাটের সুযো পাওয়ার সম্ভাবনা অনেক কম।
এদিকে, সিডনি টেস্টে প্রথম ইনিংসে ১৮৫ রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। এরপর ব্যাট করতে নেমে ১৮১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান বোর্ডে তুলে নিয়েছে ভারতীয় দল। ক্রিজে আছেন রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংট সুন্দর। পন্থ ঝোড়াে ৬১ রানের ইনিংস খেলেন ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে।