IND vs AUS T20 Live: ৪৮ রানে জিতে টি-২০ সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত, ম্যাচের লাইভ আপডেট
India vs Australia T20 Live: সিরিজ়ের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জিতলেও, টিম ইন্ডিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে সমতায় ফিরেছে। চতুর্থ ম্যাচে জিতে এগিয়ে গেল ভারত।
LIVE

Background
গোল্ড কোস্ট: অজ়িভূমে টানটান লড়াই। সিরিজ়ের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া দাপুটে মেজাজে জয় পেলেও, টিম ইন্ডিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ়ে সমতায় ফিরেছে। আজ ফের তারা একে অপরের মুখোমুখি (IND vs AUS) নামতে চলেছে। রয়েছে সিরিজ়ে লিড নেওয়ার হাতছানি।
এই চতুর্থ টি-টোয়েন্টির আগে দুই দলেই বেশ কিছু রদবদল হয়েছে। অ্যাসেজ সিরিজ়ে কথা মাথায় রেখেই সম্ভবত এই বাকি টি-টোয়েন্টি থেকে আর খেলছেন না ট্র্যাভিস হেড। তিনি অস্ট্র্রেলিয়ার ঘরোয়া লাল বলের টুর্নামেন্ট শেফিল্ড শিল্ড খেলবেন। গ্লেন ম্যাক্সওয়েল আবার অজ়িদের হয়ে ফিরছেন। ভারতীয় দলের তারকা স্পিনার কুলদীপ যাদবকেও ছেড়ে দেওয়া হয়েছে। তিনি দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের আগে ভারতীয় 'এ' দলের হয়ে মাঠে নামবেন। এক নজরে এই ম্যাচ সংক্রান্ত খুঁটিনাটি দেখে নেওয়া যাক।
ঘটনাক্রমে, ভারতীয় সিনিয়র দল এর আগে কোনদিনও গোল্ড কোস্টে কোনও ম্যাচ খেলেনি। তাই নতুন পরিস্থিতি, মাঠের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে সূর্যকুমার যাদবদের সামনে। সিরিজ় জিততে হলে এই ম্যাচে জেতা আবশ্যক। তাই আজ এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে।
তবে এই ম্যাচও কি বৃষ্টিতে ভেস্তে যেতে পারে? উত্তর একেবারেই না। Accuweather-র পূর্বাভাস অনুযায়ী আজ গোল্ড কোস্টে বৃষ্টির সম্ভাবনা মাত্র দুই শতাংশ। স্থানীয় সময় অনুযায়ী সন্ধেবেলাতেই এই ম্য়াচটি খেলা হবে। সেই সময় তো বৃষ্টির সম্ভাবনা একেবারে শূন্য। তাই আজকের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাবে না এমনটা আশা করাই যায়। এবার দেখার দুই যুযুধান প্রতিপক্ষের লড়াইয়ে জয়ের হাসি হাসে কোন দল।
IND vs AUS T20 Live: ৪৮ রানে ম্যাচ জিতে টি-২০ সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত
১১৯ রানে অল আউট অস্ট্রেলিয়া। ১৮.২ ওভারে। ৪৮ রানে ম্যাচ জিতে টি-২০ সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত।
India vs Australia Live Score Update: ১৮ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১১৮/৯, জয়ের সামনে ভারত
একই ওভারে স্টোইনিস ও বার্টলেটকে ফিরিয়ে বড় ধাক্কা দিলেন ওয়াশিংটন সুন্দর। ডোয়ার্স্যুইসকে ফেরালেন বুমরা। ১৮ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১১৮/৯। জয়ের সামনে ভারত।




















