IND vs AUS: পারথে নেটে নাইট তারকাকে দরাজ সার্টিফিকেট বিরাটের, ভাগ্য কি খুলবে হর্ষিতের?
Virat On Harshit: ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর ও সহকারী কোচ অভিষেক নায়ারের তত্ত্ববধানে অনুশীলন সারলেন ভারতের তারকা ব্যাটাররা।
পারথ: আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার গাওস্কর ট্রফি। প্রথম টেস্টে পারথে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট দলের সবাই পারথে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছেন গত ৩ দিন হল। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজারা নেটে দীর্ঘ সময় কাটাচ্ছেন। এছাড়াও উইকেট কিপার ব্য়াটার ঋষভ পন্থকেও দেখা গেল নেটে গা ঘামাতে। এরমধ্যেই নবাগত হর্ষিত রানাকে নেটে দেখে দরাজ সার্টিফিকেট দিলেন কিং কোহলি।
ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর ও সহকারী কোচ অভিষেক নায়ারের তত্ত্ববধানে অনুশীলন সারলেন ভারতের তারকা ব্যাটাররা। অন্য়দিকে বোলিং কোচ মর্নি মর্কেলের কড়া নজরদারিতে বুমরা, সিরাজ, আকাশ দীপদের সঙ্গে হর্ষিত ও প্রসিদ্ধকে বল করতে দেখা গেল নাগাড়ে। সেখানেই হর্ষিতের বল খেলতে গিয়ে বেশ কয়েকবার একটু সমস্যায় মনে হল বিরাটকে। নিজেই এগিয়ে এসে বারবার কেকেআর তারকাকে উল্লেখ করে 'ওয়েল বোলিং' বলছিলেন। নেটে ব্যাটিংয়ের পর হর্ষিতের সামনে এসেও কথা বলতে দেখা গেল তাঁক।
View this post on Instagram
পারথে সিরিজের প্রথম ম্য়াচ চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে অ্যাডিলেড ওভালে। দিন রাতের সেই ম্য়াচটি শুরু হবে আগামী ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। গাব্বায় তৃতীয় টেস্টটি হবে ১৪-১৮ ডিসেম্বর। মেলবোর্নে সিরিজের চতুর্থ ম্য়াচটি হবে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। সিডনিতে সিরিজের শেষ টেস্ট ম্য়াচটি হবে আগামী ৩ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সোশ্য়াল মিডিয়ায় দেখা গিয়েছিল বিরাটদের অনুশীলনের ভিডিও ক্লিপ। এর আগে বিসিসিআইয়ের শেয়ার করা ছবিতে বিরাট কোহলিকে ফুটবল পায়েই দেখা গেল। এটা অবশ্য নতুন কিছু নয়, গা গরম করতে টিম ইন্ডিয়ার তারকারা ফুটবল খেলেই থাকেন। ভারতীয় দলের এই অনুশীলন সেশন ঘিরেই যত রাখ ঢাক গুড় গুড়। অস্ট্রেলিয়ান মিডিয়াতে দাবি করা হয় ভারতীয় দলের নেট সেশন সাধারণ জনগণ যাতে দেখতে না পারেন, সে কারণে ওয়াকার নেটের বাইরের দিকটা কালো কাপড়ে ঢাকা তো রয়েইছে, এছাড়াও ওয়াকায় কর্মরত ব্যক্তিদের তাঁদের কোম্পানির সিইও-র তরফেও নাকি ভারতীয় দলের অনুশীলন না দেখা, কোনওরকম ছবি না তোলা এবং ড্রোন না উড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে মেল মারফৎ।