Gautam Gambhir: গম্ভীরের ফোনের ওয়ালপেপারে কার ছবি? দেখুন তো চিনতে পারেন কি না?
India vs Bangladesh: শনিবার, ২৮ সেপ্টেম্বর শহিদ ভগৎ সিংহের জন্মবার্ষিকী। ১৯০৭ সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভগৎ।
কানপুর: ভারতের হয়ে বিশ্বকাপ জিতেছেন। বাইশ গজে ব্যাট হাতে রয়েছে একাধিক কীর্তি। প্রথমে অধিনায়ক হিসাবে, পরে মেন্টর হিসাবে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) জিতিয়েছেন আইপিএল ট্রফি। স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে সুখের সংসার। মাঠে হোক বা মাঠের বাইরে, গৌতম গম্ভীরের (Gautam Gambhir) জীবনে অজস্র সুখস্মৃতি।
অথচ নিজের মোবাইল ফোনের ওয়ালপেপারে স্ত্রী, কন্যা বা কোনও পারিবারিক মুহূর্তের ছবি রাখেননি গম্ভীর। এমনকী, ভারতের হয়ে বিশ্বকাপ জেতার মুহূর্ত বা আইপিএল সাফল্যও ফোনের ওয়ালপেপারে ধরে রাখেননি ভারতীয় দলের হেড কোচ।
আরও পড়ুন: অ্যাওয়ে ম্যাচেও খেলার ধরন বদলাবে না, বলে দিচ্ছেন আত্মবিশ্বাসী বাগান কোচ
কী রয়েছে গৌতম গম্ভীরের মোবাইল ফোনের ওয়ালপেপারে?
শনিবার ভাইরাল হয়েছে সেই ছবি। যেখানে গম্ভীরের মোবাইল ফোনের ওয়ালপেপারের দুটি ছবি দেখা গিয়েছে। সেই ছবি একজন বীর স্বাধীনতা সংগ্রামীর। ছবিটি স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংহের। যিনি দেশের জন্য ফাঁসিকাঠে নিজের প্রাণ বলিদান করেছিলেন।
শনিবার, ২৮ সেপ্টেম্বর শহিদ ভগৎ সিংহের জন্মবার্ষিকী। ১৯০৭ সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভগৎ। নিরীহ ভারতীয়দের ওপর ব্রিটিশদের অত্যাচার যাঁকে মানসিকভাবে প্রবল ধাক্কা দিয়েছিল। স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন ভগৎ। স্বাধীন সংগ্রামে যোগ দিয়েছিলেন। ব্রিটিশরা তাঁকে ফাঁসির কাঠে ঝুলিয়েছিল। যদিও ভারতের স্বাধীনতার নেপথ্যে ভগৎ সিংহের অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
শনিবার সোশ্যাল মিডিয়ায় ভগৎ সিংহের একটি ছবিও পোস্ট করেছেন গম্ভীর। সঙ্গে লিখেছেন, '২৩ বছরের এক যুবক গোটা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিলেন।'
One 23 yr old boy could shake the foundations of the age old British empire!#BhagatSingh pic.twitter.com/0gy0L2YDA1
— Gautam Gambhir (@GautamGambhir) September 28, 2024
ভগৎ সিংহের সেই ডাকাবুকো মানসিকতার ভক্ত গম্ভীর। যখন নিজে ক্রিকেট খেলেছেন, ভয়ডরহীন মানসিকতার জন্য পরিচিত ছিলেন। কোচ হিসাবে নতুন ইনিংস শুরু করার পরেও মাঠে আগ্রাসী, অসমসাহসী মনোভাব নিয়েই খেলার মন্ত্রে সকলকে দীক্ষিত করেন গম্ভীর। তাঁর মোবাইল ফোনের ওয়ালপেপারে রেখে দিয়েছেন ভগৎ সিংহের ছবি। যা দেখে প্রত্যেক মুহূর্তে অনুপ্রাণিত হন, জানিয়েছেন গম্ভীর নিজেই।
আরও পড়ুন: রুদ্ধশ্বাস শেষ ওভারে বল হাতে নায়ক, কলকাতার পেসারের দাপটে অস্ট্রেলিয়াকে দুরমুশ করল ভারত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।