India vs England 2nd Test: বার্মিংহামে ঐতিহাসিক শতরান, 'স্টার বয়' গিলের উদ্দেশে বিশেষ বার্তা পাঠালেন কোহলি
Shubman Gill: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেন শুভমন গিল।

বার্মিংহাম: এজবাস্টন সাক্ষী থাকল শুভমন গিল (Shubman Gill) স্পেশালের। ভারতীয় দলের অধিনায়ক ব্যাট হাতে কার্যত দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ড বোলারদের শাসন করলেন। এক টেস্টে সর্বকালের সর্বাধিক রান করা ব্যাটারদের তালিকায় একেবারে শীর্ষ স্তরে নিজেদের জায়গা করে নিয়েছেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেন।
গিলের এহেন ব্যাটিংয়ে মন্ত্রমুগ্ধ গোটা ক্রিকেটবিশ্ব। সেই তালিকায় সামিল বিরাট কোহলিও। সচরাচর ভারতীয় মহাতারকাকে সোশ্যাল মিডিয়ায় তেমন কিছু বলতে বা লিখতে দেখা যায় না এখন। তবে গিলের ব্যাটিং দেখে মুগ্ধ কোহলি তাঁর প্রশংসা করতে পিছপা হলেন না। 'কিং কোহলি' নিজের সোশ্যাল মিডিয়ার স্টোরিতে গিলের ছবি দিয়ে লেখেন, 'দারুণ খেলেছ স্টারবয়। প্রতি মুহূর্তে নতুন ইতিহাস লিখছ। এখান থেকে এবার সামনে এগিয়ে যাও। তুমি এই সবকিছুর অধিকারী।'
গিল এজবাস্টনে নিজের জোড়া সেঞ্চুরির সুবাদে সুনীল গাওস্করের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে এক ম্য়াচে দ্বিশতরানের পর সেঞ্চুরি হাঁকান গিল। এক ম্যাচে ভারতীয় হিসাবে গাওস্করেরই সর্বাধিক রান করার ৫৪ বছর পুরনো রেকর্ড ভেঙেছেন গিল। রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকরের পর মাত্র তৃতীয় ভারতীয় হিসাবে তিনি SENA দেশে এক ম্যাচে তিনশোর অধিক রান করলেন।
ভারতীয় দল ছয় উইকেটের বিনিময়ে ৪২৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ইংল্যান্ডের সামনে সিরিজ় ২-০ করার জন্য ৬০৮ রানের বিশাল লক্ষ্য। চতুর্থ দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ১৬ ওভারে ৭২/৩। বাকি ৯০ ওভারে ম্যাচের পঞ্চম দিন ইংল্যান্ডকে আরও ৫৩৬ রান তুলতে হবে। চতুর্থ দিনের শেষে ক্রিজে রয়েছেন অলি পোপ (২৪ রানে ব্যাটিং) ও হ্যারি ব্রুক (১৫ ব্যাটিং)। এঁদের মধ্যে ব্রুক প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। এখনও ব্যাট করা বাকি প্রথম ইনিংসে বিধ্বংসী সেঞ্চুরি করা জেমি স্মিথের।
তবে প্রথম ইনিংসের মতো ফের একবার নতুন বলে আগুন ঝরানো আকাশ দীপ কিন্তু প্রতিপক্ষকে কড়া চ্যালেঞ্জের মুখে আবারও ফেলতে চলেছেন, বলাই। তিনি কিন্তু দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই দুই উইকেট নিয়ে ফেলেছেন। নজর থাকবে প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া মহম্মদ সিরাজের দিকেও। এক টানটান পঞ্চম দিন হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। জয়ের হাসি কে হাসে, সেটাই দেখার।




















