India vs England LIVE: বৃথা গেল বরুণের ভেল্কি, তৃতীয় টি২০-তে ২৬ রানে ইংল্যান্ডের কাছে হার ভারতের
India vs England 3rd T20I Live Updates: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ে আপাতত ২-০ এগিয়ে রয়েছে ভারতীয় দল।
LIVE

Background
IND vs ENG T20 Live Score: বৃথা গেল বরুণের ভেল্কি, তৃতীয় টি২০-তে ২৬ রানে ইংল্যান্ডের কাছে হার ভারতের
জলে গেল বরুণ চক্রবর্তীর দাপট। ২৬ রানে ইংল্যান্ডের কাছে হার ভারতের
IND vs ENG 3rd T20I: আধা দল সাজঘরে
৮৫ রানেই আধা ভারতীয় দল সাজঘরে ফিরল। ১২.১ ওভারে ভারতের স্কোর ৮৫। এখনও প্রয়োজনীয় রানের আধা রাস্তাও পার করতে পারেনি টিম ইন্ডিয়া। এবার ছয় রানে সাজঘরে ফিরলেন ওয়াশিংটন সুন্দর।
IND vs ENG T20 Live Score: গত ম্যাচের নায়ক আউট
গত ম্।যাচে টিম ইন্ডিয়ার ত্রাতা হয়ে উঠেছিলেন। তবে এই ম্য়াচে আদিল রাশিদের ঘূর্ণিতে ১৮ রানে সাজঘরে ফিরলেন তিলক। ৬৮ রানে চার উইকেট হারিয়ে ফেলল ভারত।
IND vs ENG 3rd T20I: চাপে ভারত
ক্রমশ চাপ বাড়ছে ভারতের। ৫০ পার করলেও ইতিমধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া। স্যামসন, অভিষেক শর্মার পাশাপাশি সাজঘরে ফিরেছেন সূর্যকুমার যাদবও। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৬২/৩।
IND vs ENG T20 Live Score: অভিষেক আউট
কার্সের বলে সরে গিয়ে বড় শট মারতে গিয়ে ২৪ রানে আউট হলেন অভিষেক শর্মা। জোফ্রা আর্চার পিছনে ছুটে দুরন্ত এক ক্যাচ ধরলেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
