IND vs ENG: স্পিন খেলতে গিয়েই নাকানিচোবানি খাচ্ছেন ইংল্যান্ড ব্যাটাররা, আজও কি জ্বলে উঠবেন বরুণরা?
IND vs ENG 4th T20: চলতি সিরিজে বাটলার ব্রিগেডের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে স্পিনের বিরুদ্ধে খেলা। ভারতের বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, অক্ষর পটেলদের বিরুদ্ধে খেলতে গিয়েই হিমশিম খাচ্ছেন।

পুণে: সিরিজের প্রথম দুটো ম্যাচ হারলেও তৃতীয় টি টোয়েন্টি জিতে সিরিজে জয়ের রাস্তা খুলেছে ইংল্যান্ড (IND vs ENG)। আজ পুণেতে ভারতের বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ব্রিটিশ ব্রিগেড। কিন্তু চলতি সিরিজে বাটলার ব্রিগেডের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে স্পিনের বিরুদ্ধে খেলা। ভারতের বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, অক্ষর পটেলদের বিরুদ্ধে খেলতে গিয়েই হিমশিম খাচ্ছেন ইংল্যান্ডের ব্যাটাররা।
চলতি সিরিজে এখনও পর্যন্ত ইংল্যান্ডের ২৮ উইকেটের পতন হয়েছে৷ তার মধ্যে ১৮ উইকেট পেয়েছেন ভারতের স্পিনাররা। টেস্ট ফর্ম্যাটে রুট পরবর্তী সময়ে ইংল্যান্ডের যে তারকা ব্যাটারকে ভবিষ্যৎ মনে করা হচ্ছে, সেই হ্যারি ব্রুককেও স্পিনের সামনে বড্ড নড়বড়ে লেগেছে। তিনটি ম্যাচেই স্পিনারের বলে আউট হয়েছেন। বরুণ দুবার ও রবি বিষ্ণোই একবার আউট করেছেন ব্রুককে। এই সিরিজের থেকেই সাদা বলের ফর্ম্য়াটে কোচ হিসেবে কাজ করছেন ব্রেন্ডন ম্য়াকালাম। কিন্তু তিনি একেবারেই ইংল্যান্ডের ব্যাটারদের টেকনিক নিয়ে কাজ করতে পারেননি। তার ফল দেখা যাচ্ছে মাঠেও। টেস্ট ফর্ম্য়াটে যে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে দেখা যায় ইংল্যান্ড শিবিরকে। সেই আক্রমণাত্মক মেজাজও দেখা যাচ্ছে না সাদা বলের ফর্ম্য়াটে।
আজ চতুর্থ টি-টোয়েন্টি ম্য়াচ পুণেতে। এই ম্য়াচ ভারত জিতলেই সিরিজও ঝুলিতে পুরে নেবে। এই পরিস্থিতিতে বাটলার ছাড়া ইংল্যান্ড ব্যাটারদের সামনে ফের কি জ্বলে উঠবেন বরুণ, অক্ষররা। সেটাই এখন প্রশ্ন। চতুর্থ টি-২০ ম্যাচের আগে ভারতীয় শিবিরে স্বস্তির খবর । ফিট হয়ে গিয়েছেন রিঙ্কু সিংহ । কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএলে শোরগোল ফেলে দেওয়া ক্রিকেটারকে পুণেতে ইংরেজদের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে পাওয়া যাবে বলেই জানিয়েছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে । তিনি জানিয়েছেন, রিঙ্কু সিংহ সম্পূর্ণ ফিট । বৃহস্পতিবার নেটে তিনি পুরোদমে ব্যাটিংও করেছেন। রিঙ্কু একাদশে ফিরলে বাদ পড়তে হতে পারে ধ্রুব জুরেলকে। পাশাপাশি পুণেতে ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে একজন বাড়তি পেসার হিসাবে অলরাউন্ডার রামনদীপ সিংহ ও শিবম দুবের মধ্যে একজনকে খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতের অধিনায়ক হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কোনও সিরিজ হারেনি ভারত। চলতি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে তাঁরা। এই পরিস্থিতিতে পুণে ম্য়াচ জিতে এই সিরিজও জিততে মরিয়া থাকবে ভারতীয় দল।




















