India vs England Day 4 Lunch: রাহুলের হাফসেঞ্চুরি, ক্রিজে বিধ্বংসী মেজাজে পন্থ, ৩৫৭ রানে এগিয়ে গেল ভারত
Rishabh Pant: শনিবার, ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচের চতুর্থ দিন প্রথম সেশনে মাত্র ২৫ ওভারে ১১৩ রান তুলে দিয়ে যোগ্য জবাব দিচ্ছে ভারত।

বার্মিংহাম: হাম কিসিসে কম নহী। এজবাস্টন টেস্টে যেন সেই বার্তাই দিচ্ছে ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে (India vs England) কোণঠাসা করে দেওয়ার পরেও হ্যারি ব্রুক ও জেমি স্মিথের আগ্রাসী ব্যাটিংয়ে চাপ কিছুটা কাটিয়ে উঠেছিল ইংল্যান্ড। বিশেষ করে স্মিথ যেরকম টি-২০ ক্রিকেটের মেজাজে ব্যাটিং করেছিলেন, সামলাতে হিমশিম খান ভারতীয় বোলাররা। মাত্র ৮০ বলে সেঞ্চুরি করেন স্মিথ।
শনিবার, ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচের চতুর্থ দিন প্রথম সেশনে মাত্র ২৫ ওভারে ১১৩ রান তুলে দিয়ে যোগ্য জবাব দিচ্ছে ভারত। ওভার প্রতি সাড়ে চার রানেরও বেশি তুলছে ভারত। শুক্রবার ম্যাচের তৃতীয় দিনের শেষে ১৩ ওভারে ৬৪/১ তুলেছিল ভারত। শনিবার, ম্যাচের চতুর্থ দিন লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ১৭৭/৩। সব মিলিয়ে ৩৫৭ রানে এগিয়ে গিয়েছে ভারত। হাতে এখনও রয়েছে ৭ উইকেট। ফের রুদ্ধশ্বাস পরিণতির দিকে এগোচ্ছে সিরিজের আরও একটি টেস্ট ম্যাচ।
করুণ নায়ার ফের ব্যর্থ। মাত্র ২৬ রান করে ফিরে যান তিনি। প্রথম ইনিংসে ৩১ করেছিলেন। প্রায় ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেও বড় রান পাচ্ছেন না। তবে ভারতীয় ইনিংস টানলেন কে এল রাহুল। জশ টাংয়ের বলে বোল্ড হওয়ার আগে ৫৫ রান করলেন। সপ্রতিভ দেখাচ্ছে অধিনায়ক শুভমন গিলকে। ২৪ রানে ক্রিজে তিনি। সঙ্গে বিধ্বংসী মেজাজে অপরাজিত রয়েছেন ঋষভ পন্থ। মাত্র ৩৫ বলে ৪১ রান করেছেন তিনি। প্রথম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। ফের কি সেঞ্চুরি আসছে তাঁর ব্যাট থেকে?
That's Lunch on Day 4 at Edgbaston! #TeamIndia added 113 runs to their overnight score to move to 177/3 & lead England by 357 runs. 💪
— BCCI (@BCCI) July 5, 2025
Stay tuned for the second session ⌛️
Updates ▶️ https://t.co/Oxhg97g4BF#ENGvIND pic.twitter.com/rGJcu8ERLk
পরিসংখ্যান বলছে, এজবাস্টনে এর আগে মাত্র দুবার সাড়ে তিনশোর বেশি রানের লক্ষ্য দেওয়া হয়েছিল ইংল্যান্ডকে। ২০১৯ সালে অ্যাশেজ সিরিজে ৩৯৮ রান তাড়া করতে নেমে ২৫১ রানে ম্যাচ হেরেছিল ইংল্যান্ড। ২০২২ সালে অবশ্য ৩৭৮ রান তাড়া করে ভারতকে হারিয়েছিল ইংল্যান্ড। টেস্টে সেটাই চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার নজির ইংল্যান্ডের। ৩৭১ তাড়া করে হেডিংলে টেস্টে জিতেছে ইংল্যান্ড। ভারতীয় শিবির নিশ্চয়ই চাইবে অন্তত পাঁচশো রানের লক্ষ্য ছুড়ে দিতে।




















