India vs England: টেস্টে ভারতের অধিনায়ক কে হচ্ছেন, কারা সুযোগ পাচ্ছেন দলে? শনিবার ঘোষণা, সময়ও জানিয়ে দিল বোর্ড
BCCI: প্রবল কৌতূৃহল তৈরি হয়েছে আর একটি ঘোষণা নিয়ে। টেস্ট অধিনায়ক হিসাবে কে হবেন রোহিত শর্মার উত্তরসূরি? সেই ঘোষণাও করা হবে।

মুম্বই: অবশেষে প্রতীক্ষার অবসান। ইংল্য়ান্ডের (India vs England) বিরুদ্ধে আসন্ন পাঁচ টেস্ট ম্যাচের সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা কবে, শুক্রবারই তা জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
যে দিন ইংল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দল ঘোষণা করা হবে। পাশাপাশি প্রবল কৌতূৃহল তৈরি হয়েছে আর একটি ঘোষণা নিয়ে। টেস্ট অধিনায়ক হিসাবে কে হবেন রোহিত শর্মার উত্তরসূরি? সেই ঘোষণাও করা হবে।
কবে হবে দল ও অধিনায়ক ঘোষণা? শুক্রবার রাতেই তা জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
আইপিএল চলছে জোরকদমে। প্লে অফে কোন চার দল খেলবে, নির্ধারিত হয়ে গিয়েছে। তবে প্লে অফ পর্বের আগে ভারতীয় ক্রিকেটমহল সরগরম আসন্ন ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে। রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে ভারতীয় দল কেমন হয়, কারা পান সুযোগ, সেদিকেই নজর রয়েছে সকলের। ভারতের পরবর্তী টেস্ট ক্যাপ্টেন কে হবেন, তা জানার জন্য কৌতূহলী সকলে।
২৪ মে, শনিবার যে ইংল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দল ঘোষণা করা হবে, সেই খবর ছিল আগেই। সেই মতোই শনিবার মুম্বইয়ে বোর্ডের প্রধান কার্যালয়ে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। শুধু দল বেছে নেওয়াই নয়, বরং ভারতের নতুন টেস্ট অধিনায়কের সঙ্গে সকলের পরিচয়ও করিয়ে দেবেন প্রধান নির্বাচক অজিত আগরকর, কোচ গৌতম গম্ভীররা। দুপুর ১২.৩০ নাগাদ অনুষ্ঠিত হওয়ার কথা দল নির্বাচনী বৈঠক। দেড়টার সময় সাংবাদিক বৈঠক করে দল ঘোষণা করবেন প্রধান নির্বাচক ও কোচ।
ভারতের দল ঘোষণা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে স্টার স্পোর্টস। ইংল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দল ঘোষণা সরাসরি দেখতে পাবেন স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ২ ও স্টার স্পোর্টস ২ হিন্দি চ্যানেলে। ফলো দ্য ব্লুজ শো দেখা যাবে হাতের স্মার্ট ফোনেও। জিওহটস্টার অ্যাপে নিখরচায় দেখা যাবে সেই অনুষ্ঠান।
শুভমন গিলকে ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হতে পারে বলেই খবর। গিলকে সম্ভবত মিডল অর্ডার ব্যাটার হিসেবে চার নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে। দলের সহ অধিনায়ক কাকে করা হয়, সেটাও দেখার অপেক্ষায় সকলে। কে এল রাহুলকে ওপেনার হিসেবে দেখা যেতে পারে ইংল্যান্ড সফরে। করুণ নায়ার ও সাই সুদর্শন ভারতের টেস্ট দলে জায়গা পেতে পারেন। যশস্বী জয়সওয়াল নির্বাচিত হতে পারেন দ্বিতীয় ওপেনার হিসেবে।
রঞ্জি ট্রফির দুর্দান্ত পারফর্ম্যান্সের পর ভারতের টেস্ট দলে ফিরতে পারেন মুম্বইয়ের পেসার শার্দুল ঠাকুর। মহম্মদ শামির টেস্ট দলে থাকা নিয়ে সংশয় রয়েছে। আইপিএলও ভাল কাটেনি বাংলার ডানহাতি পেসারের। যশপ্রীত বুমরা দলে থাকবেন নিশ্চিত। তবে তিনি ইংল্যান্ড সফরে সব ম্যাচে মাঠে নাও নামতে পারেন বলে জানা যাচ্ছে।




















