India vs England Live: জাডেজার লড়াইয়ে ভারতও তুলল ৩৮৭, দিনের শেষ ওভারে নাটক, লর্ডস টেস্টের লাইভ আপডেট
Ind vs Eng Live: প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে ভারতও অল আউট হল ৩৮৭ রানেই। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ২/০।
LIVE

Background
লন্ডন: খেলার কথা ৯০ ওভার কিন্তু লর্ডসে দ্বিতীয় খেলা হল মাত্র ৭৫ ওভার। তাতে অবশ্য রোমাঞ্চের অভাব হল না। ফের এক টানটান দিনের খেলাশেষে ম্যাচ একেবারে ৫০-৫০। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে দিনের শেষে ভারতের স্কোর তিন উইকেটের বিনিময়ে ১৪৫ রান। টিম ইন্ডিয়া এখনও ২৪২ রানে পিছিয়ে। ভারতের হয়ে কে এল রাহুল (KL Rahul) ৫৩ ও ঋষভ পন্থ ১৯ রানে অপরাজিত রয়েছেন।
দ্বিতীয় দিনের শুরুতে জো রুট ৯৯ রানে অপরাজিত ছিলেন। লর্ডসে নিজের নবম শতরান পূরণ করতে খুব একটা সময় নিলেন না ইংল্যান্ডের মহাতারকা। দিনের প্রথম বলেই চার মেরে শতরান পূরণ করেন তিনি। তবে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) অপরপ্রান্তে অনবদ্য এক ইনস্যুইংয়ে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের স্টাম্প ভেঙে দেন। ৪৪ রানে আউট হন স্টোকস। এরপর পালা ছিল রুটের। সেঞ্চুরিয়ন ব্যাটার বুমরার বলেই প্লেডঅন হন। ঠিক তার পরের বলেই ক্রিস ওকসও সাজঘরে ফেরেন।
Lords Test Live Score: বুমরার ১ ওভারে ২ রান তুলল ইংল্যান্ড
শনিবার ১ ওভারের খেলাই বাকি ছিল। যশপ্রীত বুমরার ১ ওভারে ২ রান তুলল ইংল্যান্ড। ইংরেজ ক্রিকেটারেরা সময় নষ্ট করছেন অভিযোগ তুলে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ালেন শুভমন গিল।
Ind vs Eng Live Score: ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩৮৭ রানে
৭২ রান করে ফিরলেন জাডেজা। ২৩ রান সুন্দরের। ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩৮৭ রানে।




















