IND vs ENG: চতুর্থ টেস্টের আগে ভারতকে ফের হুঁশিয়ারি জোফ্রার, কী বললেন ইংরেজ পেসার?
Jofra Archer: কাঁপুনি ধরিয়ে দিলেন ভারতীয় ব্যাটিং লাইন আপেও। যার জন্য চতুর্থ ইনিংসে মাত্র ১৯৩ রান তাড়া করতে নেমে আর্চারের গতির সামনে নাস্তানাবুদ হতে হল ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটিং লাইন আপকে।

ম্যাঞ্চেস্টার: চার বছর পর টেস্ট স্কোয়াডে ডাক পড়েছিল তাঁর। প্রথম দুটো টেস্টে তবুও একাদশে ছিলেন না জোফ্রা আর্চার। কিন্তু এজবাস্টন টেস্টে ভারতের জয়ের পরই ইংল্য়ান্ড অধিনায়ক বেন স্টোকস জানিয়ে দিয়েছিলেন যে প্রথম একাদশে আর্চার ফিরছেন তৃতীয় টেস্টের জন্য। তিনি ফিরলেন। আর একই সঙ্গে কাঁপুনি ধরিয়ে দিলেন ভারতীয় ব্যাটিং লাইন আপেও। যার জন্য চতুর্থ ইনিংসে মাত্র ১৯৩ রান তাড়া করতে নেমে আর্চারের গতির সামনে নাস্তানাবুদ হতে হল ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটিং লাইন আপকে। এবার চতুর্থ টেস্টের আগে আরও একবার ভারতীয় দলকে হুঁশিয়ারি দিলেন তারকা ইংরেজ পেসার।
জোফ্রা এক সাক্ষাৎকারে বলছেন, ''আমি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছি। এই সিরিজে খেলার আগে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। প্রচুর অনুশীলন ও প্রচুর রিহ্যাব করতে হয়েছে। গত এক, দেড় বছর ধরে কখনও কখনও চোট আমার খেলায় বাধ সেধেছে। কিন্তু আমি চেষ্টা করে গিয়েছি মাঠে ফিরে নিজের সেরাটা দেওয়ার। আমি পরের দুটো ম্য়াচও খেলতে চাই। যদি দল আমার প্রয়োজনীয় বোধ করে তবে নিজের সেরাটা দিতে চাই পরের দুটো টেস্টেও। সিরিজটা আমি যে কোনওভাবে জিততে মরিয়া।''
এদিকে, ম্য়াঞ্চেস্টার টেস্টে বুমরার খেলা নিশ্চিত। প্রথম টেস্টের পর তৃতীয় টেস্টে খেলেছেন। যদিও দুটো ম্য়াচের একটি ম্য়াচেও জিততে পারেনি টিম ইন্ডিয়া। লর্ডসে হারের পর এবার কিছুটা চাপে টিম ইন্ডিয়া। সিরিজে এই মুহূর্তে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে জসপ্রী বুমরাকে খেলানো ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই টিম ম্য়ানেজমেন্টের সামনে। সেই মত ম্য়াঞ্চেস্টারে খেলতে নামছেন তারকা ডানহাতি পেসার। আর এটাই হবে বুমরার এই মাঠে প্রথম খেলতে চলা কোনও টেস্ট ম্য়াচ। আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। ওল্ড ট্র্যাফোর্ডেও ডানহাতি ভারতীয় পেসারের পারফরম্য়ান্সের দিকে তাকিয়ে গোটা দল।
এজবাস্টন টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরা। সেই ম্য়াচে আকাশ দীপ ও মহম্মদ সিরাজ মিলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। আকাশ গোটা ম্য়াচে মোট ১০ উইকেট তুলে নিয়েছিলেন। লর্ডসে যদিও এই দুজন সেভাবে ছন্দে ছিলেন না। তবে বুমরা নিজের জাত চেনান ফের। প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট তুলে নেন। দুটো টেস্ট খেলে চলতি সিরিজে এখনও পর্যন্ত ১২ উইকেট তুলে নিয়েছেন বুমরা।




















