IND vs ENG: করুণের অফফর্ম নিয়ে চিন্তার কিছু নেই, দ্রুত রানে ফিরবে ওঁ: গিল
Shubhman Gill On Karun Nair: ওল্ড ট্র্যাফোর্ডে ভারতীয় দল চোট, আঘাতে জর্জরিত। অর্শদীপ সিংহ চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন শুভমন গিল।

ম্য়াঞ্চেস্টার: আট বছর পর টেস্ট ক্রিকেটের আঙিনায় ফিরেছিলেন। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টে আট ইনিংসে সুযোগ মিললেও কোনও বড় ইনিংস খেলতে পারেননি করুণ নায়ার (Karun Nair)। করুণকে বসিয়ে চতুর্থ টেস্টে সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণের (Abhimanyu Iswaran) মত তরুণকে সুযোগ দেওযার দেওয়ার দাবিও উঠছে। তবে করুণের পাশে দাঁড়ালেন ভারত অধিনায়ক শুভমন গিল। ৩৪ বছরের করুণের ব্যাটিং নিয়ে চিন্তার কিছু নেই বলেই মনে করেন ডানহাতি ব্যাটার। ইংল্যান্ডের বিরুদ্ধে আন অফিশিয়াল টেস্টে ২০৪ রানের ইনিংস খেলার পর ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্টে একটি অর্ধশতরানের ইনিংসও খেলতে পারেননি করুণ নায়ার।
গিল বলছেন, ''আমার করুণের সঙ্গে কথা বলেছি। আমার মনে হয় ও ভাল ব্যাটিং করছে। কখনও কখনও বড় রান না এলেও ব্যাটিং দেখে বোঝা যায় যে কতটা ভাল ব্যাটিং করছে। এতগুলো বছর পরে কোনও টেস্ট সিরিজে কামব্যাক করলে, তাও আবার ইংল্যান্ডের মত পরিবেশে হলে, পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং হয়ে যায়। কিন্তু আমার মনে হয় না যে এটা কোনও বড় ইস্যু।''
করুণ এখনও পর্যন্ত তিন টেস্টে ইংল্যান্ডের মাটিতে খেলতে নেমে ১৩১ রান করেছে । ২১.৮৩ গড়ে ব্যাটিং করেছেন করুণ। ভারত অধিনায়ক আরও বলছেন, ''অনেক সময় এমটা হয় যে একটা অর্ধশতরানের ইনিংস খেলেই নিজের জোনে ফিরে আসা যায়। তখন হয়ত বড় রানও আসবে। কিন্তু করুণের জন্য কিছুটা সময় লাগবে। আমি আশাবাদী যে দ্রুত সে রানের মধ্যে ফিরতে পারবে।''
ওল্ড ট্র্যাফোর্ডে ভারতীয় দল চোট, আঘাতে জর্জরিত। অর্শদীপ সিংহ চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন শুভমন গিল। এছাড়া নীতীশ কুমার রেড্ডি চোটের কারণে সিরিজ় থেকেই ছিটকে গিয়েছেন। ফলে ভারতীয় দলে বদল ঘটা নিশ্চিত। তবে গিল জানান, 'এই চোট আঘাত নিয়ে খেলাটা কখনই সোজা নয়। নীতীশ কুমার রেড্ডি সিরিজ় থেকেই ছিটকে গিয়েছে। আকাশ দীপ পরের ম্যাচে খেলতে পারবে না, অর্শদীপের অবস্থাও এক। তবে আমার মতে আমাদের দলে ২০ উইকেট নেওয়ার জন্য যথেষ্ট ভাল বোলার রয়েছেন। সিরিজ়ে এটাই আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এতবার বোলিং কম্বিনেশন বদল করাটা একেবারেই আদর্শ নয়, তবে এই অবস্থার জন্য তো আমি প্রস্তুত ছিলাম।'




















