(Source: Poll of Polls)
Jasprit Bumrah: চতুর্থ টেস্টে বুমরা খেলবেন? ইঙ্গিতপূর্ণ জবাব দিলেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল
Ind vs Eng: তৃতীয় টেস্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভারত এই পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ।

লর্ডস: রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ড ভারতকে (India vs England) লর্ডস টেস্টে ২২ রানে হারিয়ে দিয়েছে । ইংল্যান্ডের জয়ের নায়ক, অধিনায়ক বেন স্টোকসকে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছে । তৃতীয় টেস্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভারত এই পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে । লর্ডস টেস্ট শেষ হওয়ার পরে, এখন চতুর্থ টেস্ট নিয়ে আলোচনা তুঙ্গে । সিরিজের চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারে খেলা হবে । এই ম্যাচ নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ম্যাঞ্চেস্টার টেস্টে খেলবেন কি না ।
শুভমন গিল দিলেন কড়া জবাব
ভারতের লর্ডস টেস্টে হারের পর যখন ভারতীয় অধিনায়ক শুভমন গিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য এলেন, তখন লর্ডস টেস্ট সম্পর্কিত প্রশ্নের পরে, শেষ প্রশ্নটি যশপ্রীত বুমরাকে নিয়ে করা হয় । গিলকে জিজ্ঞাসা করা হয় যে, বুমরা পরবর্তী টেস্ট ম্যাচ খেলবেন কি না? এই কথার জবাব ভারতীয় অধিনায়ক স্পষ্ট ভাষায়, হাসিমুখে দিলেন, 'এ বিষয়ে আপনারা শীঘ্রই জানতে পারবেন' । গিলের জবাব থেকে স্পষ্ট হয়ে যায় যে তিনি চতুর্থ টেস্টের আগে তাঁর হাতের গোপন তাস দেখাতে চান না ।
বুমরা ম্যাঞ্চেস্টার টেস্টে খেলবেন কি না?
ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তেন্ডুলকর-অ্যান্ডারসন সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ ২৩ জুলাই থেকে শুরু হয়ে ২৭ জুলাই পর্যন্ত চলবে । এমতাবস্থায়, তৃতীয় এবং চতুর্থ টেস্টের মধ্যে আট দিনের লম্বা বিরতি রয়েছে । ভারত এবং ইংল্যান্ড উভয় দলের কাছেই বিশ্রাম নেওয়ার জন্য যথেষ্ট সময় রয়েছে । এমতাবস্থায়, যশপ্রীত বুমরা বিশ্রাম পেলে সম্ভবত তিনি পরের টেস্ট ম্যাচে খেলবেন ।
বুমরার বিধ্বংসী বোলিং
বুমরা লর্ডস টেস্টেও বল হাতে দারুণ ছন্দ দেখিয়েছেন । ভারত যদিও এই টেস্ট ম্যাচ হেরে গিয়েছে, তবে টিম ইন্ডিয়ার বোলিং ছিল অসাধারণ । বুমরা ইংল্যান্ডের প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন । এছাড়াও দ্বিতীয় ইনিংসেও ভারতের এই ফাস্টবোলার দুটি উইকেট নিয়েছেন ।
Shubman Gill on becoming ODI Captain #ENGvIND #INDvsENGTest pic.twitter.com/UxjKBAiqwX
— Chinmay (@nanuchinmay) July 14, 2025




















