IND vs NZ: জাডেজা, অশ্বিনদের দাপটে দ্বিতীয় ইনিংসে কিউয়িদের ব্যাটিংয়ে ভাঙন, জয় ছিনিয়ে নিতে পারবেন রোহিতরা?
IND vs NZ, 3rd Test: দ্বিতীয় দিনের খেলা যখন শেষ হল, তখন দ্বিতীয় ইনিংসে ১৭১/৯ বোর্ডে তুলে নিয়েছে নিউজিল্যান্ড। ১৪৩ রানে এগিয়ে আছে তারা এখনও পর্যন্ত।
মুম্বই: পরিসংখ্যান বলছে, ওয়াংখেড়েতে চতুর্থ ইনিংসে রান তাড়া করতে নেমে সর্বোচ্চ ১৬৩ রান বোর্ডে তুলতে পেরেছিল বিজয়ী দল। আর কিউয়িদের বিরুদ্ধে তৃতীয় টেস্টে খেলতে নেমে ১৪৪ রান চতুর্থ ইনিংসে এমনিতেই করতেই হবে ভারত। কারণ দ্বিতীয় দিনের খেলা যখন শেষ হল, তখন দ্বিতীয় ইনিংসে ১৭১/৯ বোর্ডে তুলে নিয়েছে নিউজিল্যান্ড। ১৪৩ রানে এগিয়ে আছে তারা এখনও পর্যন্ত। আগামীকাল রবিবার ম্য়াচের তৃতীয় দিনে দ্রুত কিউয়িদের শেষ উইকেট ফেলতে হবে আকাশ দীপ, সিরাজদের। এরপর হাতে ১০ উইকেট নিয়ে রান তাড়া করতে নামবে রোহিত বাহিনী।
প্রথম ইনিংসে নিউজিল্য়ান্ড ২৩৫ রানে অল আউট হয়ে গিয়েছিল। তার জবাবে প্রথম ইনিংসে ভারত এদিন ২৬৩ রান বোর্ডে তুলতে পারে। ভারতের হয়ে সর্বাধিক ৯০ রানের ইনিংস খেলেন শুভমন গিল। ১০ রানের জন্য নিজের টেস্ট সেঞ্চুরি হাতছাড়া করলেন তরুণ ব্যাটার। তাঁকে যোগ্য সঙ্গ দেন ঋষভ পন্থ। একটু মারমুখি মেজাজেই টেস্টের ব্যাটিং করছিলেন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। ৫৯ বলে ৬০ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। সরফরাজ আরও একবার খাতা খোলার আগেই প্যাভিলিয়ন ফিরলেন। শুক্রবারই ৮১ রানে ৪ উইকেট খুঁইয়েছিল ভারত। বিরাট কোহলি ৪ রান করে রান আউট হয়ে ফিরেছিলেন। তখন মনে হচ্ছিল যে আরও একবার হয়ত প্রথম ইনিংসে লিড না নিয়েই অল আউট হয়ে যাবে ভারত। তবে গিল ও পন্থের ব্য়াটিং ভরসা জোগালো। লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ ৩৮ রানের ইনিংস খেলেন ওয়াশিংটন সুন্দর। ২৮ রানের লিড প্রথম ইনিংসে নিয়ে নেয় ভারত।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কিউয়িরা শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে। প্রথম ধাক্কা দেন আকাশ দীপ। ল্যাথামকে বোল্ড করে দেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই পেসার। এরপর থেকে পুরো কৃতিত্ব জাডেজা ও অশ্বিনের। দুজনে মিলে ৭ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত। জাডেজা ৪টি ও অশ্বিনের ঝুলিতে এই ইনিংসে ৩টি উইকেট এসেছে। একটি উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। কিউয়িদের হয়ে উইল ইয়ং প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান হাঁকান। এছাড়া কোনও ব্যাটারই দাঁড়াতে পারেননি ভারতের বোলারদের সামনে।
হাতে আরও তিনদিন রয়েছে। এই পরিস্থিতিতে কিউয়িরা চাইবে রবিবার প্রথম এক ঘণ্টাও যদি কাটিয়ে দিতে পারে তবে ১৬০-১৭০ রান চতু্র্থ ইনিংসে লক্ষ্যমাত্রা কিন্তু কঠিন হয়ে যেতে পারে ভারতের জন্য়।