Kumble On Rohit: কেন রান পাচ্ছেন না রোহিত? কারণ ধরে ফেললেন কুম্বলে, সারবে রোগ?
India vs New Zealand 3rd Test: শুক্রবার নিজের শহর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একবার জীবনরক্ষা পেয়েছিলেন। ম্যাট হেনরির বলে তাঁর লোপ্পা ক্যাচ বাউন্ডারি লাইনে ফেলে দিয়েছিলেন কিউয়ি ক্রিকেটার ওরুক।
মুম্বই: টেস্ট ক্রিকেটে শেষ ৯ ইনিংসে তাঁর রান যথাক্রমে ৬, ৫, ২৩, ৮, ২, ৫২, ০, ৮ ও ১৮! রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাটে রানের খরা। সবচেয়ে বড় কথা ইংল্যান্ডের স্যুইং সহায়ক পরিবেশে বা অস্ট্রেলিয়ার বাউন্সের বিরুদ্ধে খেলতে হচ্ছে না তাঁকে। শেষ ৯ ইনিংসের এই পরিসংখ্যান ঘরের মাঠে।
শুক্রবার নিজের শহর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একবার জীবনরক্ষা পেয়েছিলেন। ম্যাট হেনরির বলে তাঁর লোপ্পা ক্যাচ বাউন্ডারি লাইনে ফেলে দিয়েছিলেন কিউয়ি ক্রিকেটার ওরুক। কিন্তু তার ফায়দা তুলতে পারেননি হিটম্যান। ১৮ রান করে আউট হয়ে যান। ম্যাচ হেননির বলেই স্লিপে খোঁচা দিয়ে ফেরেন রোহিত।
সামনেই বর্ডার গাওস্কর ট্রফি। অস্ট্রেলিয়া সিরিজের আগে রোহিতের আউট হওয়ার ধরন দেখে উদ্বিগ্ন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে। কিংবদন্তি ক্রিকেটার জানিয়েছেন, রোহিত একই ভঙ্গিমায় বারবার পেসারদের বলে আউট হচ্ছেন। ইনিংসের শুরুর দিকে তাঁকে সমস্যায় ফেলছেন পেসাররা। যা ভারতীয় দলের অধিনায়কের জন্য অশনি সংকেত।
শুক্রবার প্রথম দিনের খেলার শেষে ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে কুম্বলে বলেন, 'এই ধরনের আউট হওয়া, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচেও বাইরের দিকে বেরনো বল কোণাকুণিভাবে গেলে রোহিত শর্মা ধারাবাহিকভাবে সমস্যায় পড়ছে। টিম সাউদি সেটা আগেই কাজে লাগিয়েছিল। সেই একই জিনিস কাজে লাগাল ম্যাচ হেনরি। ডান কাঁধ খুলে ফেলছে। তাতেই ওকে আউট করা সহজ হয়ে যাচ্ছে। বলের সিম দেখলে বুঝতে পারবেন, শুধু লাইনে পড়া বল। ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে বাইরের দিকে বেরিয়ে যাবে মনে হচ্ছে। খুব বেশি স্যুইং এখানে হচ্ছে না। বল শুধু পিচে পড়ছে, লাইনে থাকছে। ও ভাবছে বল ভেতরে আসবে আর সেই ভেবেই খেলতে যাচ্ছে।'
সামনেই অস্ট্রেলিয়া সফর। তার আগে টেকনিক্যাল এই খুঁত নিয়ে রোহিতকে সতর্ক করে দিচ্ছেন কুম্বলে। বলছেন, 'এটা টেকনিক্যাল চিন্তা। দ্রুত মেটাটে হবে কারণ এরপরই অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। আর ও ভারতের ভীষণ গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বিশেষ করে ব্যাটিং অর্ডারের ওপরের দিকে।'
নিউজ়িল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল ২০২৪ সালে ডানহাতি পেসারদের বিরুদ্ধে রোহিতের পরিসংখ্যান তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন, এই ধরনের বোলারদের ক্ষেত্রে রোহিতের গড় ২৪।
আরও পড়ুন: বয়স মোটে সাড়ে তিন! ফিডে রেটিং পেয়ে দাবার ইতিহাসে নাম তুলে ফেলল কলকাতার খুদে অনীশ
আরও পড়ুন: ব্যাট-প্যাড কেনার টাকা ছিল না বলে হয়ে গেলেন পেসার! অবাক করবে কেকেআর তরুণের কাহিনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।