IND vs NZ Day 2 Lunch Update: অবাক আউট কোহলি, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে কাঁপছে ভারত, লাঞ্চের স্কোর কী?
India vs New Zealand: প্রথম সারির সব ব্যাটাররাই ফিরে গিয়েছেন। ক্রিজে এখন রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর। নিউজ়িল্যান্ডের চেয়ে এখনও ১৫২ রানে পিছিয়ে ভারত।
পুণে: শুক্রবার সারারাত ঘুমোতে পারবেন তো বিরাট কোহলি (Virat Kohli)?
সোশ্যাল মিডিয়ায় এই আলোচনা জোরালভাবে শুরু হয়ে গেলেও বলার কিছু থাকবে না। শুক্রবার পুণের গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে যেভাবে আউট হলেন কোহলি, তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।
মিচেল স্যান্টনারের ফুলটসে ঠকে গিয়ে ক্লিন বোল্ড হলেন কোহলি। যাঁকে আধুনিক ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটার মনে করা হয়। কোহলির পাশাপাশি ব্যাট হাতে ব্যর্থ ঋষভ পন্থ, সরফরাজ খানরাও। বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসের পর পুণে টেস্টেও প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন ভারত। নিউজ়িল্যান্ডের (India vs NZ) ২৫৯ রান তাড়া করতে নেমে দ্বিতীয় দিন লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ১০৭/৭। প্রথম সারির সব ব্যাটাররাই ফিরে গিয়েছেন। ক্রিজে এখন রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর। নিউজ়িল্যান্ডের চেয়ে এখনও ১৫২ রানে পিছিয়ে ভারত।
আরও পড়ুন: কোহলির ব্যাটিং-ভিডিও দেখে অস্ট্রেলিয়ায় বোলারদের শাসনের প্রস্তুতি নিচ্ছেন বাংলার ক্রিকেটার
Lunch on Day 2 of the Pune Test! #TeamIndia 107/7 at the end of First Session.
— BCCI (@BCCI) October 25, 2024
The Second Session to commence soon.
Scorecard ▶️ https://t.co/YVjSnKCtlI #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/5ZZx1Ovm37
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।