Champions Trophy Final: টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিই অনিশ্চিত! ফাইনালে অ্যাডভ্যান্টেজ পেয়ে যেতে পারে ভারত
Matt Henry Injury Update: তাঁর প্রথম স্পেল নাড়িয়ে দিয়েছিল টিম ইন্ডিয়াকে। প্রথম স্পেলেই শুভমন গিল ও বিরাট কোহলির উইকেট তুলে নিয়েছিলেন হেনরি।

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) একটি ম্যাচেই ভারত হেরে যেতে পারত। ব্যাটিং টপ অর্ডার রান পায়নি। বল হাতে বরুণ চক্রবর্তী কুম্ভ হয়ে না দাঁড়ালে, কে বলতে পারে সেই ম্যাচেই আঁধার নেমে আসত না ভারতীয় শিবিরে?
আর সেই ম্যাচে ভারতীয় ব্যাটিংকে ধাক্কা দিয়েছিলেন নিউজ়িল্যান্ডের (India vs NZ) পেসার ম্যাট হেনরি। তাঁর প্রথম স্পেল নাড়িয়ে দিয়েছিল টিম ইন্ডিয়াকে। প্রথম স্পেলেই শুভমন গিল ও বিরাট কোহলির উইকেট তুলে নিয়েছিলেন হেনরি। তাঁর এক্সপ্রেস গতিতে ঘায়েল হয়েছিলেন পাঁচ ভারতীয় ব্যাটার।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ফের ভারত বনাম নিউজ়িল্যান্ড। ফের মহারণ দুবাইয়ে। তবে সেই ম্যাচে হেনরি খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়। লাহৌরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে সেমিফাইনালে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন হেনরি। ভারতের বিরুদ্ধে রবিবার তিনি মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে প্রশ্ন।
টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি হেনরি। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেনের ক্যাচ নিতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন হেনরি। পরে যদিও তিনি ২ ওভার বোলিং করেন, ফিল্ডিং করার সময় ডাইভ দিতেও দেখা যায়। কিন্তু তবু হেনরির ফিটনেস নিয়ে প্রশ্ন থাকছে।
ফাইনালে হেনরির খেলা নিয়ে আশাবাদী নিউজ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner)। যদিও নিউজ়িল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, হেনরি ফিট কি না, তা এখনও অজানা।
ফাইনালের আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। তার আগে কিউয়ি হেড কোচ বলেছেন, 'একমাত্র ইতিবাচক দিক হচ্ছে ও বল করেছিল তারপরেও। ওর স্ক্যান করানো হয়েছে। শুশ্রুষা চলছে। ওকে এই ম্যাচে খেলানোর সব রকম চেষ্টাই করা হবে। ও খেলবে কি না, সেটা এই মুহূর্তে বলা কঠিন। একটু অজানা বিষয়টি।'
আরও পড়ুন: দাম বাড়লেও ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচের টিকিট প্রায় শেষ, কত টাকায় পাওয়া যাচ্ছে?
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৬.৭০ গড়ে ১০ উইকেট নিয়েছেন হেনরি। যার মধ্যে পাঁচটি উইকেট গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে ম্যাচে। স্টেড বলেছেন, 'ও কাঁধের ওপর ভর করেই পড়েছিল বলে যন্ত্রণা হয়েছে। আশা করছি ও ঠিক হয়ে যাবে।'
প্রশ্ন হচ্ছে, হেনরি খেলতে না পারলে তাঁর পরিবর্তে কে? হেনরি খেলতে না পারলে ডানহাতি পেসার জেকব ডাফি রয়েছেন বিকল্প হিসাবে। তিনি যদিও দলের হয়ে আগের চার ম্যাচের কোনওটিতেই খেলেননি। পাকিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে এক ম্যাচে ৪৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে বল করছেন বলিউডের অভিনেতা! পিঠ চাপড়ে দিলেন বিস্ময় স্পিনার




















