India vs NZ Day 1 Highlights: আতঙ্কের ১৫ মিনিট! শেষ ৮ বলে ৩ উইকেট হারিয়ে চাপে ভারত, নিউজ়িল্যান্ড ১৪৯ রানে এগিয়ে
IND vs NZ Live: শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভাল শুরু করার পরেও দিনের একেবারে শেষ লগ্নে ৮ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে ভারত।
মুম্বই: মাত্র ৮ বল। ১৫ মিনিট। আর তাতেই আতঙ্ক ছড়াল ভারতীয় শিবিরে।
শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভাল শুরু করার পরেও দিনের একেবারে শেষ লগ্নে ৮ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে ভারত (India vs NZ)। শুরুটা হয়েছিল যশস্বী জয়সওয়ালকে দিয়ে। ক্রিজে ততক্ষণে সেট হয়ে গিয়েছেন বাঁহাতি যশস্বী। কিউয়ি স্পিনার আজাজ পটেলকে রিভার্স স্যুইপ মারতে গিয়ে বোল্ড হলেন। রিপ্লে দেখলে যশস্বী নিশ্চয়ই ছটফট করবেন। রাতে তাঁর ঘুম হলে হয়!
৩০ রান করে যশস্বী যখন ফিরলেন, দিনের খেলা তিন ওভার মতো বাকি ছিল। তবে আলো হু হু করে পড়ে আসছিল। ফ্লাডলাইট জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সামান্য কয়েকটি বল দেখে কাটিয়ে দেওয়ার জন্য নৈশপ্রহরী হিসাবে নামানো হয়েছিল মহম্মদ সিরাজকে। আজাজের প্রথম বলই তিনি পিছনের পায়ে লাগালেন। আম্পায়ার আঙুল তুলতে দেরি করেননি। নিশ্চিত আউট জেনেও ডিআরএস নিলেন সিরাজ। তাতে সিদ্ধান্ত বদলায়নি। উল্টে একটি ডিআরএস নষ্ট হল।
টিভি ক্যামেরায় ড্রেসিংরুমের ব্যালকনিতে বসে থাকা গৌতম গম্ভীরের মুখ ধরল। দুশ্চিন্তার চিহ্ন। নামলেন বিরাট কোহলি। হ্যাটট্রিক রুখে দিলেন আজাজের। কিন্তু সকলকে হতবাক করে দিয়ে ফিরলেন রান আউট হয়ে। শেষ দুই ইনিংসে দুটি রান আউটের সঙ্গে জড়িয়ে থাকল কোহলির নাম। যাঁর রানিং বিট্যুইন দ্য উইকেটস বিশ্বের অন্যতম দ্রুততমগুলির একটি। কোহলি ফিরলেন ৪ রান করে। ৭৮/১ থেকে ৮৪/৪ হয়ে যায় ভারত।
Stumps on the opening day of the Third Test in Mumbai.#TeamIndia move to 86/4 in the 1st innings, trail by 149 runs.
— BCCI (@BCCI) November 1, 2024
See you tomorrow for Day 2 action
Scorecard - https://t.co/KNIvTEyxU7#INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/ppQj8ZBGzz
তার আগে একবার জীবনদান পেয়েও কাজে লাগাতে পারলেন না রোহিত শর্মা। ব্যাট হাতে ফের ব্যর্থ ভারত অধিনায়ক। ১৫ রানে তাঁর ক্যাচ পড়েছিল। ১৮ রান করে ফিরলেন। রবীন্দ্র জাডেজা ৫ ও ওয়াশিংটন সুন্দরের ৪ শিকার এবং বল হাতে দাপট নিউজ়িল্যান্ডকে ২৩৫ রানে বেঁধে রেখেছিল। কিন্তু প্রাথমিক ব্য়াটিং বিপর্যয়ে পাল্টা চাপে ভারতও।
নিউজ়িল্যান্ডের চেয়ে এখনও ১৪৯ রানে পিছিয়ে রয়েছে ভারত। শনিবার পরীক্ষা ভারতের বাকি ব্যাটিংয়ের।
আরও পড়ুন: ব্যাট-প্যাড কেনার টাকা ছিল না বলে হয়ে গেলেন পেসার! অবাক করবে কেকেআর তরুণের কাহিনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।