India vs Pakistan Live: অভিষেক-শুভমনের তৈরি ভিতে তিলকের ব্যাটের চাবুক, ৬ উইকেটে ভারতের কাছে হারল পাকিস্তান
Asia Cup 2025 India vs Pakistan LIVE Updates: এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মোট ২০ বার দেখা হয়েছে, যার মধ্যে ১১ বার টিম ইন্ডিয়া জিতেছে । পাকিস্তান দল ৬ বার জিতেছে এবং ৩টি ম্যাচের কোনও ফল হয়নি ।
LIVE

Background
দুবাই: এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতীয় দল পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল। ভারত-পাকিস্তান মহারণ আরও একবার ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলতে প্রস্তুত। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সুপার ফোর পর্বে দুই দলের প্রথম ম্যাচ হবে এটাই। তাদের আগের সাক্ষাতে টিম ইন্ডিয়ার হয়ে কুলদীপ যাদব ৩ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন, তেমনই অভিষেক শর্মাও বিধ্বংসী ব্যাটিং করে পাক বোলারদের চাপে ফেলেছিলেন। এখন সবার চোখ সুপার ফোরের এই ম্যাচের দিকে। ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে শেষ হাসি কার?
এশিয়া কাপে হেড-টু-হেড রেকর্ড
এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মোট ২০ বার দেখা হয়েছে, যার মধ্যে ১১ বার টিম ইন্ডিয়া জিতেছে । পাকিস্তান দল ৬ বার জিতেছে এবং ৩টি ম্যাচের কোনও ফল হয়নি । টি-২০ আন্তর্জাতিকে ভারত ও পাকিস্তানের ১৪ বার মুখোমুখি সাক্ষাৎ হয়েছে, যার মধ্যে টিম ইন্ডিয়া ১১ বার জিতেছে এবং পাকিস্তান মাত্র ৩ বার ভারতকে হারিয়েছে ।
ভারতের সুপার ফোরের সূচি
ভারতীয় দলের সুপার ফোরে প্রথম ম্যাচ আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে হবে। ২৪শে সেপ্টেম্বর তাদের বাংলাদেশের সঙ্গে খেলতে হবে এবং সুপার ফোরে টিম ইন্ডিয়ার শেষ ম্যাচটি ২৬শে সেপ্টেম্বর শ্রীলঙ্কার সঙ্গে হবে। টুর্নামেন্টের ফাইনাল ২৮শে সেপ্টেম্বর।
Ind vs Pak Live Score: ভারতের দাদাগিরি
টি-২০ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাদাগিরি চলছে। শেষ ১৫টি টি-২০ ম্যাচে ভারত জিতল ১২ বার। মোটে তিনটি ম্যাচে জিতেছে পাকিস্তান।
Asia Cup Live: ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে পাকিস্তানকে হারাল ভারত
৭ বল বাকি থাকতে ৬ উইকেটে পাকিস্তানকে হারাল ভারত। ঝোড়ো ৩০ রান করে অপরাজিত রইলেন তিলক বর্মা।




















