IND vs PAK: ১৫ ফেব্রুয়ারি মোট ২ বার ২২ গজে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান, কীভাবে?
IND vs PAK T20: পুরুষদের টি-টোয়েন্টি বিশ্কাপে ভারতীয় দল রয়েছে গ্রুপ এ-তে। পাকিস্তান, নামিবিয়া ও নেদারল্য়ান্ডস ও যুক্তরাষ্ট্র রয়েছে সেই গ্রুপে। ৭ ফেব্রুয়ারি এখানেও ভারত তাদের অভিযান শুরু সূর্যদের।

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান দ্বৈরথ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্ট শুরু হলেও মেগা ম্য়াচ রয়েছে ১৫ ফেব্রুয়ারি। শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপের দ্বৈরথে নামতে দেখা যাবে ২ দলকে। তবে সেদিন শুধু একটি ম্য়াচ নয়। ভারত-পাকিস্তানের দুটো ম্য়াচ হবে। কিন্তু কীভাবে?
আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপে একদিকে যেমন খেলতে নামবে সূর্যকুমার যাদবের দল। অন্য়দিকে তেমনই মহিলাদের ক্রিকেটে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে খেলতে নামবে ভারত ও পাকিস্তান। উইমেন্স এশিয়া কাপ রাইজিং স্টারসের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেখানেই দেখা যাচ্ছে যে ১৫ তারিখেই সেখানেও ভারত-পাকিস্তান দ্বৈরথ রয়েছে। ব্য়াঙ্ককের তাইল্যান্ড অনুষ্ঠিত হবে টুর্নামেন্টট। ভারতীয় দল গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও নেপালের সঙ্গে। ১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে বিরুদ্ধে ম্য়াচ দিয়ে অভিযান শুরু করবে ভারতের প্রমীলা বাহিনী। গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও তাইল্যান্ড।
এদিকে, পুরুষদের টি-টোয়েন্টি বিশ্কাপে ভারতীয় দল রয়েছে গ্রুপ এ-তে। পাকিস্তান, নামিবিয়া ও নেদারল্য়ান্ডস ও যুক্তরাষ্ট্র রয়েছে সেই গ্রুপে। ৭ ফেব্রুয়ারি এখানেও ভারত তাদের অভিযান শুরু করতে চলেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ১২ ফেব্রুয়ারি প্রতিপক্ষ নামিবিয়া। এরপরই ১৫ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। ১৮ ফেব্রুয়ারি নিজেদের গ্রুপের শেষ ম্য়াচে ভারতের সামনে নেদারল্যান্ডস।
নিজের ব্যাটিং ফর্ম নিয়ে কী বলছেন সূর্যকুমার?
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্য়াটিং ফর্ম একটা বড় চিন্তার কারণ ভারতীয় শিবিরের জন্য। ২০২৫ সালটা খুবই খারাপ কেটেছে তাঁর। একটিও অর্ধতরান আসেনি ব্যাট থেকে ২১ ম্যাচের ১৯টি ইনিংসে সূর্য ১৩.৬২ গড়ে ২১৮ রান করেছিলেন। তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ৪৭। অতীতে এক নম্বর ব়্যাঙ্কিংয়ে থাকা তো বটেই, যে কোনও ব্যাটারের জন্যই যে এই রেকর্ড একেবারেই আদর্শ নয়। কিউয়িদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে নামার আগে সূর্যকুমার বলছেন, ''আমি নেটে বেশ ভালই ব্যাট করছি, আর যদি রানের নিরিখে বলি, তাহলে সেটাও নিশ্চয়ই আসবে। তবে একইসঙ্গে জানাতে চাই যে আমি তো সবটা ভিন্নভাবে করতে পারব না। আমি নিজের পরিচয়, খেলার ধরন বদলাতে চাই না। বিগত তিন, চার বছর ধরে যেভাবে খেলে আমি সাফল্যে পেয়েছি, সেভাবেই খেলতে চাই। তাতে যদি সাফল্য পাই খুবই ভাল কথা, আর যদি সাফল্য না আসে, তাহলে আবার ফিরে গিয়ে কঠোর পরিশ্রম করব, অনুশীলন করব এবং তারপরে ফিরে আসব।''




















