IND-W vs PAK-W Live: ৩৫ বল বাকি থাকতে ৭ উইকেটে পাকিস্তানকে হারাল ভারত, এশিয়া কাপের ম্য়াচের লাইভ আপডেট
India Women vs Pakistan Women Asia Cup live score: সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুরন্ত শুরু করেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা। দুই ওপেনার মাত্র ৯.৩ ওভারে ৮৫ রান যোগ করেছিলেন।
LIVE
Background
ডাম্বুলা: সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুরন্ত শুরু করেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা। বৃহস্পতিবারই জন্মদিন গিয়েছে স্মৃতির। অভিজ্ঞ ব্যাটার শুক্রবার ৩১ বলে ৪৫ রান করে ভারতের সর্বোচ্চ স্কোরার। ২৯ বলে ৪০ রান করেন শেফালি। দুই ওপেনার মাত্র ৯.৩ ওভারে ৮৫ রান যোগ করেছিলেন। ৭ উইকেটে পাকিস্তানকে হারাল ভারত।
আজই শুরু হচ্ছে মহাদেশের সেরা হওয়ার লড়াই - এশিয়া কাপ (Asia Cup 2024)। আর টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (India vs Pakistan)। মহিলাদের এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আজই মুখোমুখি ভারত ও পাকিস্তান (IND W vs PAK W)। সাতবারের খেতাবজয়ী তথা গতবারের চ্যাম্পিয়ন হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন ভারতীয় দল কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়েই নিজেদের অভিযান শুরু করতে বদ্ধপরিকর হবে।
দ্বীপরাষ্ট্রেই বসছে এবারের মহিলাদের এশিয়া কাপের (Women's Asia Cup 2024) আসর। মহিলাদের এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান। ভারত বনাম পাকিস্তান, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি খেলা হবে রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে।
মহিলাদের এশিয়া কাপে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র একবারই পরাজিত হতে হয়েছে ভারতীয় দলকে। গত বারের এশিয়া কাপে সিলেটেই প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয় ভারতকে। বাকি ম্যাচগুলিতে জয় পেয়েছে উইমেন ইন ব্লু।
ভারতীয় দল কিন্তু এই বছরে বেশ ভাল ফর্মেই রয়েছে। ১১টি বিশ ওভারের ম্যাচ খেলে এ বছরে হরমনপ্রীতরা সাতটি ম্যাচে জয় পেয়েছেন। হেরেছেন তিনটি ম্যাচ এবং একটি ম্যাচ অমীমাংসিত শেষ হয়েছে। নিজেদের গত সিরিজ়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১-১ সিরিজ় ড্র করে ভারতীয় দল। অপরদিকে, পাকিস্তান দল এই বছর ইতিমধ্যেই সাতটি টি-টোয়েন্টি ম্যাচে পরাজিত হয়েছে। জয় এসেছে মাত্র একটিতে। তাই খাতায় কলমে ভারতই যে আজ ফেভারিট হিসাবে মাঠে নামবে, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
IND W vs PAK W Live: ৭ উইকেটে পাকিস্তানকে হারাল ভারত
৩৫ বল বাকি থাকতে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ ভারতের। অভিজ্ঞ স্মৃতি শুক্রবার ৩১ বলে ৪৫ রান করে ভারতের সর্বোচ্চ স্কোরার। ২৯ বলে ৪০ রান করেন শেফালি। ৭ উইকেটে পাকিস্তানকে হারাল ভারত।
IND W vs PAK W Live: ৪৫ রান করে ফিরলেন স্মৃতি মান্ধানা
৩১ বলে ৪৫ রান করে ফিরলেন স্মৃতি মান্ধানা। ১০ ওভারের শেষে ভারতের স্কোর ৮৬/১। ১০ ওভারে আর মাত্র ২৩ রান চাই ভারতের।
IND W vs PAK W Live: ৭ ওভারের শেষে স্কোর ৫৮/০
সহজেই লক্ষ্যপূরণের দিকে ভারত। ৭ ওভারের শেষে স্কোর ৫৮/০।
IND W vs PAK W Live: ২ ওভারের শেষে ভারতের স্কোর ১২/০
২ ওভারের শেষে ভারতের স্কোর ১২/০। ক্রিজে স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা।
IND W vs PAK W Live: ১০৮ রানে অল আউট পাকিস্তান
১০৮ রানে অল আউট পাকিস্তান। ৩ উইকেট দীপ্তি শর্মার। ২টি করে শিকার রেণুকা সিংহ, পূজা বস্ত্রকার ও শ্রেয়াঙ্কা পাটিলের।