Rohit Sharma: কোথায় দ্বন্দ্ব? খুশির আবেগে চোখে জল রোহিতের, পাশে পেলেন বিরাটকেই
Virat Kohli and Rohit Sharma after winning semi final: আর গতকাল সেই ইংল্যান্ডকেই সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেই হারিয়ে দিল রোহিতেরই ভারত। রিপিট টেলিকাস্ট বললেও কম বলা হবে।
গায়ানা: ২০২২ সালে সেমিফাইনালে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই হারতে হয়েছিল ভারতকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সুযোগ নষ্ট হয়েছিল সেদিন। অ্যাডিলেডে সেদিনের ম্য়াচেও ভারত অধিনায়ক ছিলেন তিনি। ড্রেসিংরুমেই কাঁদতে দেখা গিয়েছিল রোহিত শর্মাকে। তা ছিল দুঃখের কান্না। আর গতকাল সেই ইংল্যান্ডকেই সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেই হারিয়ে দিল রোহিতেরই ভারত। রিপিট টেলিকাস্ট বললেও কম বলা হবে। তবে গতকাল ম্য়াচের পর একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছিল সোশ্য়াল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছিল যে খেলার পর একে একে সব প্লেয়াররা মাঠ ছাড়ছিলেন পরপর। সেই সময়ই রোহিতের পাশ দিয়ে যাওয়ার সময় বিরাট তাঁর কাধে হাত রেখে কিছু বলতে বলতে চলে যান।
Rohit Sharma got emotional on the Semis Finals victory. 🥹
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 27, 2024
- Virat Kohli confronted him! ❤️ pic.twitter.com/JMVT2qFx2q
এই ভিডিওটি ভাইরাল হতে দেখা যায় যে রোহিত হাত দিয়ে কোনওভাবে চােখ ঢাকছেন। তবে হিটম্য়ান আদৌ কাঁদছিলেন কি না তা বলা সম্ভব নয়। সেক্ষেত্রে এমনও হতে পারে যে রোহিত হয়ত খেলার মাঝে বিশ্রামের সময় ঘাম মুছছিলেন আর সেই মুহূর্তে বিরাট তাঁকে কিছু বলতে বলতে যাচ্ছেন।
এদিকে গতকাল ভারতীয় দল প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান বোর্ডে তুলেছিল। রোহিত শর্মা নিজে অর্ধশতরানের ইনিংস খেলেন। ৩৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান হিটম্য়ান। যদিও বিরাট ৯ বলে মাত্র ৯ রান করে রিস টোপলির বলে বোল্ড হয়ে ফিরে যান। পন্থও বেশি রান করতে পারেননি। তিনি ফেরেন ৪ রান করে। তবে সূর্যকুমার যাদব ৩৬ বলে ৪৭ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে হার্দিক পাণ্ড্যও ১৩ বলে ২৩ রান করেন। ফলে ভারতের স্কোর আড়াইশোর গণ্ডি পেরিয়ে যায়। শিবম দুবে আরও একবার ব্যর্থ হলেও জাডেজা ১৭ ও অক্ষর ১০ রানের ইনিংস খেলেন। রান তাড়া করতে নেমে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড বাটলারের। ১৫ বলে ২৩ রান করে ভাল শুরু করলেও শেষে অক্ষরের শিকার হন তিনি। ৫ রান করে বুমরার বলে বোল্ড হয়ে যান সল্ট। এরপর ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড শিবির। কুলদীপ ও অক্ষর ২ জনেই তিনটি করে উইকেট নেন। ভারতীয় স্পিন আক্রমণের কোনও জবাবই ছিল না ইংল্যান্ডের সামনে।